একটি কমিক্স বইয়ের দাম ১২ লাখ ৬০ হাজার ডলার। এ কথা শুনে কার না চোখ কপালে ওঠবে?
যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স এমনটিই জানিয়েছে। তাদের প্রকাশিত একটি কমিক্স বইয়ের দাম নিলামে ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে৷ খবর ডয়েচে ভেলের।
অকশন হাউসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জাস্টার বলেন, এটি ঐতিহাসিক কমিক বাইয়ের ঐতিহাসিক কপি, যা ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স’ প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল’ হয়ে ওঠে৷
প্রশ্নাতীতভাবে এটি সব মার্ভেল কমিক্সের দাদা, যা ছাড়া আজ আমরা আমাদের কমিক্স এবং ফিচার ফিল্মগুলোর চরিত্র এবং গল্প উপভোগ করি না৷
মার্ভেল কমিক্সের প্রথম সংখ্যাটি ১৯৩৯ সালে ১০ সেন্টে বিক্রি হয়েছিল; গত বৃহস্পতিবারের নিলামে যা ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়৷
চিত্রনাট্যকার স্টান লির পরিচালনায় ১৯৬০-এর দশকে মার্ভেল এমন সুপারহিরো তৈরি করেছিল, যা আজ আইকনিক হয়ে উঠেছে এবং চলচ্চিত্রে সেসব চরিত্র গ্রহণ করায় বিশ্বব্যাপী তা বক্স অফিস জয় করে৷
প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স থেকে স্পাইডারম্যান, এক্সম্যান এবং দ্য অ্যাভেনজারসের মতো বই প্রকাশিত হয়েছে৷
Facebook Comment