ফিচার্ড সাহিত্য ও কবিতা

আমি ||| শীতল চট্টোপাধ্যায়

আমি ||| শীতল চট্টোপাধ্যায়


পুরুষ/   আমি রোজ হই সকালবেলা ,
নারী/    আমি রোজই আলোয় মেলা ৷
পুরুষ/  আমি দরজাতে চৌকাঠে ,
নারী/    আমি দিনের প্রথম পাঠে ৷
পুরুষ/  আমি কাস্তে ,কোদাল , ফালে ,
নারী/    আমি রক্ত গাঁদা লালে ৷
পুরুষ/   আমি মই হই চাষির চাষে
নারী/     আমি ফুল হই আলের ঘাসে ৷
পুরুষ/  আমি পাকা ধানের শিষে,
নারী/    আমি মাঠকথা ফিস – ফিসে ৷
পুরুষ/  আমি পথিক পায়ের ধুলো ,
নারী/    আমি পাপড়ি ফাটা তুলো ৷
পুরুষ/  আমি পুরুষ রূপে চলি ,
নারী/    আমি নারীর রূপে বলি ৷
পুরুষ/  আমি বালি হাঁসের দলে ,
নারী/    আমি দিঘীর কালো জলে ৷
পুরুষ/  আমি জলেতে ঢেউ ওঠা ,
নারী/    আমি পদ্ম হয়ে ফোটা ৷
পুরুষ/  আমি পাখির মেলা ডানা ,
নারী/    আমি ডানায় পালক নানা ৷
পুরুষ/   আমি গাছের পাতায় গানে ,
নারী /    আমি ঝাউয়ের প্রাণে – প্রাণে ৷
পুরুষ/   আমি রোদ হই দুপুর বেলা ,
নারী/     আমি ছায়ায় থাকি মেলা ৷
পুরুষ/   আমি বাউল ও কীর্তনে ,
নারী/     আমি সুরেই চিরন্তনে ৷
পুরুষ/   আমি দাগ হই চলা পায়ে ,
নারী /    আমি গাঁয়ের পরে গাঁয়ে ৷
পুরুষ/   আমি বাসায় ফেরা পাখি ,
নারী/     আমি ফেরার বকে ডাকি ৷
পুরুষ/   আমি দিন শেষের খেয়া ,
নারী/     আমি চেয়ে থাকার কেয়া ৷
পুরুষ/   আমি সূর্যে নামি ঢালে ,
নারী /    আমি শাঁখেতে সাঁঝ কালে ৷
পুরুষ/   আমি রাত হয়ে যাই কালো ,
নারী/     আমি চাঁদি চাঁদের আলো ৷
পুরুষ/   আমি ঘুম হয়ে চোখ ঢাকি ,
নারী/     আমি চোখের স্বপ্নে থাকি ৷
পুরুষ/   আমি নতুন এলাম ভোরে ,
নারী/     আমি পুবের নতুন দোরে ৷
আমরা চলমানে
ক্ষণের বহমানে ৷

————————————–

সাঁকো

অদৃশ্য সাঁকো জোড়ায়
জীবন পৌঁছায় জীবন পারে ৷
তারপর , জীবনের কাছে ছুটে আসে
নদী ,
চোখের কালোয় নেমে আসে
আকাশ ,
জীবনে – জীবনের
চড়া রোদ্দুর না লাগার জন্য
সরে থাকতে – জুড়ে থাকে
এই সাঁকো ৷
জীবন ভোরকে ছোঁয়ার জন্য
বকুল ছায়ায় ভোর লেগে থাকে
সাঁকো পেরিয়ে ৷
পথের বাঁকে শিরীষ ছায়ায় ,
পুকুর ঘাটে নামার দু’দিকের
বুনো লতায় ,
দৃশ্যমানের আলো – আঁধার আড়ালে
আটকানো সাঁকো প্রান্ত ৷


 

ঠিকানা – জগদ্দল , পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ

 


সংবাদটি শেয়ার করুন