কানাডার সংবাদ ফিচার্ড

বটগাছ বটগাছ

বটগাছ বটগাছ
(রণদা প্রসাদ রায় চৌধুরীকে শ্রদ্ধানিবেদন)
হিমাদ্রী রায় টরন্টোপ্রবীণকে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে সমাজের মর্যাদা বাড়ে আমরাও সম্মানিত হই। জীবনের ভ্রমণ পথে প্রবীণ হচ্ছেন মাথার অনেক উঁচুতে দাঁড়ানো আকাশ প্রদীপ। পথ পরিক্রমায় সে যতই ক্লান্ত হোক সে অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই অভিজ্ঞতার সামনে বসতে হয় হাঁটু গেড়ে তবেই দেখা মেলে জীবন পৃষ্ঠায় কত অজানা ইতিহাস দেয় উঁকি। আমরা তার কতটুকু জানি আর কতটুকুই বা পড়ে দেখি। 
অভিবাসী জীবনে শত ব্যাস্ততায় সময় সুযোগ করে দিল এমনই এক অভিজ্ঞতার বটবৃক্ষের আশ্রয়ে বসতে কিছুটা সময়ের জন্য। মুঠাভরে কুড়িয়ে নিয়ে আসলাম এক বর্ণাঢ্য জীবন, শুদ্ধ রাজনীতির দৃপ্ত চারণের কথা যা এখনো পর্যন্ত মলাট পায়নি তবে হৃদয় পেয়েছে।
৭৫ পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর বঙ্গবন্ধু আদর্শের রাজনীতি করার জন্য সামরিকজান্তা তাঁকে কুমিল্লা কেন্টনমেন্টে ধরে নিয়ে যায়। জেল থেকে দিরাই ইউনিয়ন পরিষদের চ্যেয়ারম্যান নির্বাচিত হয়ে, রাজনৈতিক নির্যাতন থেকে বেঁচে যান। ফিরে আসেন জীবনের কাছে মাটি ও মানুষের কাছে। বলছি ভাটীবাংলার সিংহ পুরুষ, দিরাই ইউনিয়ন পরিষদের  দুই দুইবারের জননন্দিত চেয়ারম্যান, দিরাই আওয়ামিলীগের প্রাক্তন সভাপতি রণদা প্রসাদ রায় চৌধুরীর কথা।
১৯৭৩ সালে বঙ্গবন্ধু দিরাই সফরকালে তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসেন। পরবর্তীকালে রাজনৈতিক সহকর্মী জননেতা আব্দুস সামাদ আজাদের সাথে ধানমন্ডি ৩২ এ গেলে বঙ্গবন্ধু রণদা প্রসাদ রায় চৌধুরীকে দেখে ‘বটগাছ’ ‘বটগাছ’ বলে সম্বোধন করেন।
বাংলাদেশ মাইনোরেটি রাইটস এলায়েন্স টরন্টো, ভাটী বাংলার বটবৃক্ষ রণদা প্রসাদ রায় চৌধুরীকে প্রবীণ সম্মাননা প্রদান করে গত ৮ জানুয়ারী সন্ধ্যায়। 
রণদা প্রসাদ রায় চৌধুরীর সহধর্মিণী ও দুই ছেলে আশুতোষ রায় চৌধুরী ও মহীতোষ রায় চৌধুরী, তাদের পুত্রবধু সহ স্বজনদের উপস্থিতিতে এই সম্মাননার আয়োজন অনুষ্ঠিত হয় মহিতোষ রায় চৌধুরীর আলয়ে। নিভৃত পরিসরের এই আয়োজনে প্রজ্ঞাবান রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব রণদা প্রসাদ রায় চৌধুরীকে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেলে শুভেচ্ছা জানিয়ে একে একে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, মুক্তিযোদ্ধা সঞ্জিত দাস, অরুণ দত্ত, খোকা পাল উত্তম রায়, আশুতোষ রায় চৌধুরী,মহিতোষ রায় চৌধুরী, বিশু চৌধুরী, নিরঞ্জন দাস, রজত কান্তি পাল,অমিয় কান্তি দাস গুপ্তা, ঝুটন তরফদার,সজল চৌধুরী, সুকমল রায় এবং সঞ্চালনায় ছিলেন হিমাদ্রী রায়। 
রণদা প্রসাদ রায় চৌধুরীর ৮৯ তম জন্মদিনের কেক কেটে তাঁর সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বাংলাদেশ মাইনোরেটি এলায়েন্স কানাডার শ্রদ্ধার এমন আয়োজনে শিষ্ঠাচার অলংকৃত হলো।”
সংবাদটি শেয়ার করুন