প্রবাসের সংবাদ ফিচার্ড

ইউক্রেন থেকে মাত্র ৬০ জন বাংলাদেশি ফিরতে চান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউক্রেন থেকে মাত্র ৬০ জন বাংলাদেশি ফিরতে চান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে মাত্র ৬০ জন বাংলাদেশি ফিরতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৩ দেশে আশ্রয় নেয়া ৬০ জন ফিরতে চান। দেশগুলো হচ্ছে পোল্যান্ড, মলদোভা এবং রোমানিয়া। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন থেকে ৪৭০ বাংলাদেশি মলদোভা, রোমানিয়া এবং পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। তারা বেশিরভাগ নিজস্ব ব্যবস্থাপনায় আছে। এর মধ্যে ৪৫ জন পোল্যান্ডে সরকারি ব্যবস্থাপনায় আছে। তারা ফেরত আসতে চায়।

সোমবার দিনশেষে ইউক্রেন ছেড়ে আসা বাংলাদেশির সংখ্যা পাঁচশ হতে পারে জানিয়ে তিনি বলেন, ইউক্রেনে আটকে থাকা সাতশ’র মত বাংলাদেশির সঙ্গে যোগাযোগে আছে।

প্রতিমন্ত্রী বলেন, কিভাবে তাদের ফেরত আনা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

পোল্যান্ডে ৪৫ জনকে রাখা কোনও বিষয় না। পোলিশ সরকার তাদের ১৫ দিন পর্যন্ত থাকতে দেবে। আগামী ২-৪ দিনের মধ্যে আনা হবে না জানিয়ে তিনি বলেন, এত অল্প মানুষকে আনার জন্য বিমান পাঠানো দরকার নাই।

ইউক্রেনে বেশ কিছু সংখ্যক অবৈধ বাংলাদেশি আছেন। তাদের প্রত্যাবাসনে আইওএম কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তিনি বলেন, রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ হয়েছে। ইমিডিয়েট কোনও সমস্যা নেই। কাজের গতি শ্লথ হবে না।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন