দেশের সংবাদ ফিচার্ড

কমলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

কমলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

“স্মার্টফোনে আসক্তি পড়াশোনায় ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা পরিষদ প্রঙ্গানে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার নাহার পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রুলিন্দ্র চ্যাটার্জি, প্রভাষক আব্দুল আহাদ, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস, প্রভাষক শাহজাহান মানিক, প্রধান শিক্ষক ধিরেন্দ্র কুমার সিংহ, শিক্ষার্থী নুসরাত তাসনিম ও ঊর্মি পাশি প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর, সুজা মোরিয়াল কলেজ শমশেরনগর, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়, তেতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়, এম এ ওহাব উচ্চ বিদ্যালয়, এ কে বাংলা জুনিয়র হাই স্কুল, পতনউষার স্কুল এন্ড কলেজ, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, আহমদ ইকবাল মেমরিয়াল উচ্চ বিদ্যালয়, এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ মোট ১৬টি স্টল তাদের উদ্ভাবন নিয়ে অংশগ্রহন করে। বুধবার দুপুরে পুরষ্কার বিতরণের মাধ্যমে মেলা সমাপ্ত হবে।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন