দেশের সংবাদ ফিচার্ড

কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ইউসিবির দিনব্যাপী প্রশিক্ষণ

কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ইউসিবির দিনব্যাপী প্রশিক্ষণ

[ঢাকা, ২৩ মার্চ ২০২৪] ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার প্রায় ২৫০জন নির্বাচিত কৃষিউদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: টিপু সুলতান, জেলা ভেটেরিনারি সার্জন ডা. কিশোর কুমার কুন্ডু, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শরীফ হাসান সোহাগ, ইউসিবির এমএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো মোহসিনুর রহমান, বিভাগীয় প্রধান মো. মোল্লা মাসুদ পারভেজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইউসিবির শাখা ব্যবস্থাপক মো. শরিফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম তাহমিদুজ্জামান বলেন, বাণিজ্যিক কৃষির বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি। কৃষক যাতে সহজ শর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙক্ষিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমরা প্রতিটি জেলায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করছি। আমরা আমাদের প্রকল্পের নাম দিয়েছি ‘ভরসার নতুন জানালা’। আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই। কৃষকদের পাশে দঁড়াতে চাই।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক বলেন, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চাইলে কৃষি উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। কোন ফসল কখন লাগাতে হবে, কোন জাতের বীজ বপণ করতে হবে, কখন তার ভালো দাম পাওয়া যাবে, কীভাবে বাজারজাতকরণ করতে হবে-এই জ্ঞান না থাকলে কৃষিতে সফল হওয়া যাবে না। নিজের উন্নতির জন্য কৃষকদের উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িক জ্ঞান, কারিগরি জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে। ইউসিবি সেই কাজটিই করার চেষ্টা করছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য ‘ভরসার নতুন জানালা’ নামে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় প্রতিটি উপজেলা থেকে নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ৪৫ জেলায় এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এসব প্রশিক্ষণে উদ্যোক্তা হিসেবে বিকাশের জন্য করণীয়, ব্যবসায়িক পরিকল্পনা, তথ্যপ্রাপ্তি, মূলধন, বাজারজাতকরণ, সরকারি কৃষি প্রণোদনা সহায়তা পাবার পথ-পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে কৃষি-উদ্যোক্তাদের ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে ইউসিবির পক্ষ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উপহার হিসেবে উন্নত মানের সবজি বীজ, সারসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

UCB organizes day-long skill development training for agricultural entrepreneurs in Kushtia

[Dhaka, 23 March 2024] United Commercial Bank PLC (UCB) has recently provided training to about 200 selected Agri-entrepreneurs hailing from 6 upazilas of Kushtia district. Additional Managing Director and Company Secretary of United Commercial Bank PLC ATM Tahmiduzzaman was the chief guest at the opening ceremony of the day-long training held at the auditorium of District Shilpakala Academy.

Among others, Rezaul Karim Siddique, popular presenter of BTV’s agriculture-based show ‘Mati O Manush’ & a renowned agricultural analyst; Md. Tipu Sultan, Additional Deputy Director of the Department of Agricultural Extension, Kushtia region; District Veterinary Surgeon Dr. Kishore Kumar Kundu; Senior Upazila Fisheries Officer Md. Sharif Hasan Sohag; Head of SME and Agri Banking Division of UCB, Md. Mohsinur Rahman; and Regional Head Md. Mullah Masood Parvez delivered speeches at the training program. Branch manager of UCB Sharif Hossain gave a welcome speech.

ATM Tahmiduzzaman said, “We have appeared at the doorstep of marginal farmers with the aim of developing commercial agriculture and ensuring food security for the country. We are organizing training for agricultural entrepreneurs in every district so that farmers can take loans on easy terms and produce and market their desired crops. We named our project ‘Bhoroshar Notun Janala’. Because we want to instill confidence in the minds of marginal farmers. We want to stand by the farmers.”

Rezaul Karim Siddique, popular presenter of BTV’s agriculture-based show ‘Mati O Manush’ & a renowned agricultural analyst, said, “If you want to advance the country economically, there is no alternative to creating agricultural entrepreneurs. It’s not possible to be successful in agriculture without having adequate knowledge about when to plant what crop, what variety of seed to sow, how to get a fair price and how to market the crops. Farmers should turn into entrepreneurs for their own benefit, and they should focus on developing business & technical knowledge, skills and capabilities as entrepreneurs. UCB is trying to achieve that goal.”

It is mentionable that as per the directives of Bangladesh Bank, United Commercial Bank PLC (UCB) is implementing a special project called ‘Bhoroshar Notun Janala’ to extend support to those involved in the agricultural sector as part of its social responsibility. Under this project, training is being organized with selected agricultural entrepreneurs from each upazila in 64 districts of the country. Already this training has been provided in 45 districts. In these trainings, lessons and ideas are given to the agri-entrepreneurs about what to do to develop as an entrepreneur, business planning, information gathering, capital, marketing strategies and government agricultural incentive support.

At the end of the program, the participants were given high-quality vegetable seeds, fertilizers and other agricultural products as gifts by the UCB.

এসএস/সিএ

সংবাদটি শেয়ার করুন