সাহিত্য ও কবিতা

কোদালি ছড়া  |||| বিশ্বজিৎ মানিক

কোদালি ছড়া
-বিশ্বজিৎ মানিক

গ্রামের পাশে কোদালি ছড়া – বহে চলে যায়
এই নদীটির জন্ম হলো – পাহাড় বর্ষিজোড়ায়।

ওখান থেকে এসে নদী – ফাটা বিলে পড়ে
পাহাড় টিলার যতো পানি – এখানেতেই ঝরে।

ফাটা বিলের আগে এর – প্রস্থ নালার মতো
নালা দিয়েই টিলার পানি – আসে অবিরত।

শহরের যতো নালা আছে – পয়ঃনিস্কাশন করে
সব নালারই পানি এসে কোদালি ছড়ায় পড়ে।

সার্কিট হাউজের পিছন থেকে – প্রস্থ কিছু বাড়ে
বাসা বাড়ি নির্মাণ হয় – নদীটির দুই পাড়ে।

মুখোশধারী, ভালো মানুষ – ভূমি দস্যুর দল
নদীর পাশের কতেক ভূমি – করে  নেয় দখল।

নদীর কিনার ভরাট করে -পাশের জমির মালিক
নদীটাকেই ক্ষীণ করে – দিয়েছিল  দুইদিক।

বছর ত্রিশেক আগেও ছিল – নৌকা চলাচল
কতো সুন্দর স্বচ্ছ ছিল – কোদালি ছড়ার জল।

এই নদীতে মাছ ধরেছি – জনা কয়েক মিলে
স্নান করেছি, কোদালি ছড়ায় – ” হিনান ঘাটের ” জলে।

যোগসূত্র আছে নদীর – হাইল হাওড়ের সাথে
গ্রাম শহরের যতো পানি – নামে গিয়ে তাতে।

এই নদীটি না হলে তাই – ডুবতো জনপদ
নিমজ্জিত হতো জলে – অমূল্য সম্পদ।

আবর্জনার স্তুপে নদী – হয়ে গেলো মরা
রূপ লাবণ্য হারালো তার – আগের কোদালি ছড়া।

পৌর মেয়র ফজলুর রহমান – দৃষ্টি দিলেন এতে
পানি নিস্কাশন করে শহরের – জলাবদ্ধতা কমাতে।

সরকার থেকে আসলো টাকার – বিপুল অনুদান
কোদালি ছড়ার খনন কাজ – হলো বেগবান।

যন্ত্র দিয়ে করা হলো – খনন কাজের শুরু
ভূমি খেকোর শুরু হলো – বুকে ধুরু ধুরু।

অপসারণ করা হলো – দখলের আলামত
কোদালি ছড়া ফিরে পেলো – আগের গতিপথ।

বছর দুই হয়ে গেছে – নদীটি হয় খনন
নইলে কিন্তু বাধা হতো – পানি নিস্কাশন।

বন্যা হলে বন্যার পানি – দ্রুত নেমে যায়
আশীর্বাদ হয়েই নদী – গ্রাম শহর বাঁচায়।

০৫/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন