ফিচার্ড বিশ্ব

টিকটক ভিডিও মিলিয়ে দিল যমজদের

টিকটক ভিডিও মিলিয়ে দিল যমজদের

অ্যামি ও অ্যানো যমজ বোন। ২০০২ সালে জর্জিয়ার একটি হাসপাতালে জন্মের পরপরই তাদের মায়ের কাছ থেকে নিয়ে অন্য পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই ঘটনার ১৯ বছর পর দুই বোন একে অপরকে খুঁজে পেয়েছেন।

২০২১ সালে একটি টিকটক ভিডিওর সূত্র ধরে দুই বোনের পুনর্মিলন ঘটেছে।

এরপর জানা গেছে, যখন তাঁদের বয়স ১২ বছর ছিল, তখন থেকেই অ্যানোকে খুঁজছিলেন অ্যামি। দত্তক নেওয়া মায়ের সঙ্গে বসবাসরত অ্যামি একদিন টেলিভিশনে জর্জিয়াস গট ট্যালেন্ট দেখছিলেন। সেখানে হুবহু নিজের চেহারার মতো অ্যানোকে দেখতে পান। অ্যামি বলেন, ‘প্রতিবেশীরা আমার মাকে ডেকে জিজ্ঞাসা করেছিল, আমি কেন অন্যজনের নামে প্রতিযোগিতায় নাচছি।

দুজনের পালিত মা জানান, পরিবার চায় না এমন কোনো শিশুকে পেতে হলে চিকিৎসককে টাকা দিতে হবে বলে জেনেছিলেন। সে অনুসারে টাকা দিয়ে তাঁরা তাঁদের দত্তক নিয়েছেন।

এবার দুই বোন নিজেদের গর্ভধারিণী মাকে খোঁজার অভিযানে নামেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মানির এক তরুণী জানান, ‘জর্জিয়ার এক ম্যাটারনিটি হসপিটালে ২০০২ সালে আমার মায়ের যমজ বাচ্চা হয়েছিল। কিন্তু তারা সে সময় মারা গেছে বলে জানানো হয়েছিল।

সূত্র : বিবিসি ও কালের কন্ঠ

সংবাদটি শেয়ার করুন