কানাডার সংবাদ

নিয়তির অবিবেচনাঃ চলে গেলো অর্চি বাবার কাঁধ থেকে না ফেরার দেশে


নিয়তির অবিবেচনাঃ চলে গেলো অর্চি বাবার কাঁধ থেকে না ফেরার দেশে  ।।।।। ড. শোয়েব সাইদ
পিতা দিদার ভাইয়ের কাঁধে সন্তান অর্চি, নিরাপদ এক আশ্রয়, বাবা-মা সেই আশ্রয়ে সারাজীবন জড়িয়ে রাখতে চান সন্তানদের। কিন্তু নিয়তি কখনো কখনো ভয়ংকর আগ্রাসনে মেতে উঠে। নির্মম নিয়তি ছিনিয়ে নিল অর্চিকে দিদার ভাইয়ের কাঁধ থেকে।
মেজর (অবঃ) দিদার আতাউর হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা, কে ফোর্সের অধিনে ১০ম বেঙ্গলের একজন কমান্ডার আর বর্তমানে সফল একজন এন্টারপ্রিনিউর। পারফেক্ট জেন্টেলম্যান দিদার ভাই মন্ট্রিয়লে আমাদের একজন গার্ডিয়ানও বটে। একমাত্র সন্তান অর্চির জন্য দিদার ভাই-শিরিন ভাবীর কানাডায় আসা।মেয়ের চিকিৎসার জন্য বছরের অধিকাংশ সময় কাটাতেন এখানে। আমাদের চোখের সামনেই অর্চির বেঁড়ে উঠা। সেই অর্চি সুস্থ হতে হতেই হঠাৎ করে চলে গেল ১৭ অক্টোবর ভোরে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এই বেদনার রক্তক্ষরণ ভুক্তভোগী ছাড়া অনুধাবনযোগ্য নয়। তাজুল ভাই যখন টোকিওতে আমাকে ফোনে এই দুঃসংবাদ জানালেন ভাবছিলাম কি বলে সমবেদনা জানাব দিদারভাই-শিরিনভাবীকে, এই কষ্টের বিশালত্বতো সকল সমবেদনার সীমানা ছাড়িয়ে আজীবনের সঙ্গি। অর্চির মত ২০ বছরের এক নিষ্পাপ মেয়ের জন্যে মাগফেরাত চাওয়াতো এক বুকফাটা কষ্ট। আমিন।
সংবাদটি শেয়ার করুন