দেশের সংবাদ

প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই, প্রবাসেও শোকের ছায়া


প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই, প্রবাসেও শোকের ছায়া

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই। রোববার (১৮ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর সিএমএইচে ভর্তি হন সেলিম।

সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিটিভি’র সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এরআগে দৈনিক যুগভেরী’রও সম্পাদকের দায়িত্ব পালন করেন সেলিম।
সাংবাদিকতার পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন আজিজ আহমদ সেলিম।
গত ৮  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এরআগে গত ৭ অক্টোবর সাংবাদিক আজিজ আহমদ সেলিম সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁর মৃত্যুতে সিলেটসহ দেশে-বিদেশের শোকের ছায়া নেমে আসে।

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিটিভির সিলেট জেলা প্রতিনিধি অগ্রজ সাংবাদিক আজিজ আহমদ সেলিম এর মৃত্যুতে দেশদিগন্ত মিডিয়ার সিবিএনএ পরিবার গভীরভাবে শোকাহত, মর্মাহত। সিলেটের প্রবীন সাংবাদিক আজিজ আহম সেলিমের  মৃত্যুতে কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ এবং সিবিএনএ২৪ডটকমের প্রধান নির্বাহী সদেরা সুজন প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ভৌমিক এবং সহযোগি সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়লের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক ধর অপু, বিশিষ্ট সাংবাদিক গোপেন দেব  গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  তাঁর অকাল প্রয়াণে সিলেটের সাংবাদিকতা জগতে অপূরনীয় ক্ষতি হলো যা সহজে পূরণ হবার নয়।

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন