দেশের সংবাদ

কমলগঞ্জে চলছে শতভূজা বাসন্তী পূজা

কমলগঞ্জে চলছে শতভূজা বাসন্তী পূজা

সজীব দেবরায়, মৌলভীবাজার | মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয় প্রাঙ্গনে ঐতিহ্যবাহী শতভ‚জা (১০০ হাতবিশিষ্ট) বাসন্তী পূজা চলছে। এবছর ১৫ তম বার্ষিকী বাসন্তী পূজা উদযাপন করা হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এবছর সাত্তি¡কভাবে অনাড়ম্বর পরিবেশে পালন করা হচ্ছে শতভ‚জা বাসন্তী পূজা।

জানা যায়, রবিবার(১৮ এপ্রিল) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার(২২ এপ্রিল) পর্যন্ত চলবে বাসন্তী পূজা। করোনা ভাইরাসের কারণে এবছর বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সরকারি নির্দেশনা মেনে সাত্তি¡কভাবে পূজা অর্চনা করা হচ্ছে। বুধবার (২১ এপ্রিল) মহা নবমীতে দেবীপুর সার্বজনীন দেবালয়ে গিয়ে দেখা যায়, কিছু সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটেছে মন্ডপে। করোনা মহামারির কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর ভক্ত সমাগম কম ছিল। মাস্ক ছাড়া ভক্তদের মন্ডপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রসাদ বিতরন করা হয়েছে। দূর-দূরান্তের ভক্তদের তেমন একটা আগমন ঘটে নি। এছাড়া ভক্তরা দূরত্ব বজায় রেখে প্রণাম ও প্রদীপ প্রজ্জলন করতেও দেখা গেছে। অন্যান্য বছর বিশাল মেলার আয়োজন করা হলেও এবছর মেলার আয়োজন করা হয়নি। তাছাড়া আলোকসজ্জাও দেখা যায়নি। বৃহস্পতিবার(২২ এপ্রিল) দশমী পূজা শেষে বির্সজনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে।

দেবীপুর সার্বজনীন দেবালয় মন্ডপে শতভূজা বাসন্তী পূজা দেখতে আসা সুজয় দেব, দ্বীপরাজ ধর, প্রিয়া চৌধুরী, সৌরভ চক্রবর্তী জানান, করোনার কারণে এবছর পূজার আমেজ কমে গেছে। অন্যান্য বছর এখানে আসলে অনেক ভিড় সামাল দিয়ে ভিতরে প্রবেশ করতে হতো। কিন্তু এছর মানুষের উপস্থিতি কম থাকায় সহজেই প্রবেশ করে প্রতিমা দেখা যাচ্ছে। প্রণামে গিয়েও তাড়াহুড়ো করতে হচ্ছে না।

দেবীপুর সার্বজনীন দেবালয়ের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, সিলেট বিভাগের মধ্যে এখানেই শতভ‚জা (১০০ হাত) শ্রীশ্রী বাসন্তী পূজা করা হয়। এবছর ১৫তম বার্ষিকী বাসন্তী পূজা উদযাপন করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে সাত্তি¡কভাবে পূজা অর্চনা করা হচ্ছে। আলাদা কোনোধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এমনকি এবছর ঢাকের বাজনাও আনা হয়নি।

এস এস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন