ফিচার্ড বিনোদন

নিজের মৃত্যুর তারিখ জানালেন নোবেল!

নিজের মৃত্যুর তারিখ জানালেন নোবেল!

ভারতেরসারেগামাপাখ্যাত মাঈনুল আহসান নোবেলকে ঘিরে আলোচনাসমালোচনা যেন থামছেই না। গান নিয়ে যতটা না আলোচিত হয়েছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন বিতর্কিত মন্তব্যর কারণে। সবশেষ নগর বাউলখ্যাত রকস্টার জেমসকে উদ্দেশ্য করে তার আপত্তিকর বক্তব্যের কারণে সমালোচনার ঝড় বইছে সংগীতাঙ্গনে।

এবারসারেগামাপাখ্যাত এই গায়কগান বাজনাছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফেসবুক পেজে। তার কিছুক্ষণ পরই নোবেল জানালেন তার মৃত্যুর তারিখ। রোববার রাতে এক স্ট্যাটাসে নোবেল লিখেছেন, ‘মাইনুল আহসান নোবলে। জন্ম : নভেম্বর, ১৯৯৭। মৃত্যু : ১৮ মে ২০২১। বয়স : ২৩ বছর।

তার আগে, গানবাজনা ছাড়ার প্রসঙ্গে নোবেল লিখেছেন, ‘গান বাজনাকে ইতি। মেহেরবান রিলিজ হইলে হইলো, না হইলে নাই। কিন্তু যারা আমার পেছনে লাগতেসে, এগুলারে দেখবো আজকে থেকে। বেয়াদব না? ঠিকাছে। সিনিয়র জুনিয়র, সব। আসো খেলি! গোপালীর খেল শুরু। শালা বিএনপি তাই না? দেখি কেমনে টিকিস।

 আর রোববার দিবাগত রাতে আরেক পোস্টে লিখেছেন, ‘আমি গায়ক! গান গেয়ে জীবিকা নির্বাহ করি। নকল ভদ্রতা বিক্রি করে নয়। জ্বী! জন্মগতভাবে আমি বেয়াদব!’

এদিকে, শনিবার সুরকার সংগীত পরিচালক আহমেদ হুমায়ুন অভিযোগ তোলেন, তার সুরসংগীত করামেহেরবানশিরোনামের একটি গান নোবেল তার নিজের নামে চালিয়ে দিচ্ছে। আর গানটি প্রকাশ করতে যাচ্ছে সাউন্ডটেক। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।

এর মধ্যেই শোনা গেল, নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বলেন, ‘উনাকে (নোবেল) কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।

তিনি আরও জানান, সাউন্ডটেকের ব্যানারে ইতিমধ্যেই নোবেলেরঅসহায়অভিনয়শিরোনামে দুটি গান প্রকাশ হয়েছে। এরপর আরও একটি গান প্রকাশের কথা ছিল। এছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চলতি বছর আরও ১২টি গান করার কথা ছিল নোবেলের। কিন্তু চুক্তি বাতিল করে দেওয়ায় তার আর সম্ভাবনা নেই।

মেহেরবানগানের সূত্র ধরে সংগীত পরিচালক আহমেদ হুমায়ুনকে একের পর এক হুমকিও দিয়ে যাচ্ছেন নোবেল। আহমেদ হুমায়ুনকে উদ্দেশ্য করে রোববার একটি পোস্ট দেন নোবল। তিনি লিখেছেন, ‘হুমায়ূন! তোমার মিউজিক ক্যারিয়ার শেষ। হয়তো ঢাকায় এসে আমার বাপ এবং আমার পায়ে ধরে মাফ চাবা। না হলে তুমি শেষ ভাই। রাজশাহীতে পালায় লাভ নাই। আল্লাহর কসম, তুমি শেষ। ঈদ মুবারক।

উল্লেখ্য, চাঁদরাত থেকে ঈদের দিন পর্যন্ত ঘণ্টায় নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে মোট ১৭টি পোস্ট দিয়েছেন। যার মধ্যে ১৪টিই হচ্ছে সরাসরি নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমসকে উদ্দেশ্য করে। আর বেশিরভাগই ছিল আপত্তিকর মন্তব্য! শুধু তাই না, দেশের আরেক জনপ্রিয় গীতিকারসুরকার ইথুন বাবুকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন নোবেল।

নোবেলের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে এমন বিতর্কিত পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছে। তার এমন আচরণের কারণে সংগীতাঙ্গনের পাশাপাশি ফেসবুকেও চলছে তুমুল সমালোচনা। অবশেষে এসব বিতর্কিত পোস্ট সম্পর্কে নোবেল জানান, তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন। তার কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দীহান অনেকেই। -আমাদের সময়


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twelve =