সাহিত্য ও কবিতা

পান্ডুলিপি  |||| পুলক বড়ুয়া


পান্ডুলিপি  |||| পুলক বড়ুয়া


পৃথিবীর অনেক অঙ্গ-প্রত্যঙ্গের সৌন্দর্য—
যেমন : দুনিয়ার বুকে উদিত পর্বতমালা
তোমার মনের মতোন একটি নীলাকাশ
তোমার আত্মার মতোন আগ্নেয়গিরি
তোমার বাহুর মতোন চপল নদী
তোমার আঁখির মতোন তারা
তোমার চুলের মতোন এশা
তোমার প্রেমের মতোন চাঁদনি
তোমার সিন্ধুর মতোন কোমল হৃদয়
তোমার সিঁথির সিঁদুরের মতোন পরিণয়-পথ
কোথাও একটি স্ফুলিঙ্গ—গিরিশৃঙ্গ-চূড়া
কত যে তোমার মতোন

তুমি আমার পৃথিবী
তুমি আমার পর্বতমালা
তুমি আমার প্রথম প্রেম
এই সৌরজগতে আমার আদর্শ

তুমি আমার ভূমিকম্প
যেখানে আমার শেকড় চারিয়ে
আমার পায়ের তলার দু’টুকরো মাটি কাঁপিয়ে
তুমি আমার সুনামি
আপন আবেগে আমার দিকে ছুটে আসো

তুমি আমার দাঁড়িয়ে থাক
তোমার বিপরীতে
তুমি আমার দাঁড়িয়ে থাক
তোমার সমুখে
তুমি আমার দাঁড়িয়ে থাক
তোমার আয়নায়
তুমি আমার দাঁড়িয়ে থাক
তোমার আত্মায়
তুমি আমার দাঁড়িয়ে থাক
তোমার হৃদয়ে
তুমি আমার দাঁড়িয়ে থাক
তোমার ছায়ায়
তুমি আমার দাঁড়িয়ে থাক
তোমার কায়ায়

তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার প্রতিবিশ্বে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার প্রতিবিম্বে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার মধ্যিখানে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার ভেতরে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার বৃত্তে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার বাহিরে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার সংলাপে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার প্রলাপে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার আলাপে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তুমিহীনতায়
তুমি আমার দাঁড়িয়ে আছ
শিরোনামে
তুমি আমার দাঁড়িয়ে আছ
তোমার মুখোমুখি
তুমি আমার দাঁড়িয়ে আছ
উল্টো মুখোমুখি

তুমি আমার একটি আয়না
আমি তোমার একটি দর্পণ
আমরা কে কাকে করি তর্পণ
আমরা কে কাকে করেছি অর্পণ
আমরা কী সমমেরু
আমরা কী বিপরীত
চুম্বকরীতি
কখনও বিমুখ কখনও চুম্বন
আমরা কী বর্ষণ
আমরা কী কর্ষণ
দ্বৈত দর্শন

আমাদের চোখে এই
দুনিয়া খোদার কবিতার খসড়া খাতা
খোদা কী কবি
তিনি তো রচনা করেছেন এই
পৃথিবী, তোমাকে : আমাকে পাঠ করতে
আমি উত্তীর্ণ হতে
আমাকে আবৃত্তি করতে
আমি তাই অধ্যয়ন করি

আমি তাই পান্ডুলিপি প্রস্তুত করি
আমি তার পান্ডুলিপি প্রস্তুত করি ।

সংবাদটি শেয়ার করুন