সাহিত্য ও কবিতা

ডাক্তার ও পুলিশ |||| বিশ্বজিৎ মানিক

ডাক্তার ও পুলিশ |||| বিশ্বজিৎ মানিক


ও ডাক্তার – চিৎকার করো কেন পথে
আইন কি বলেনি তোমায় – পরিচয় দিতে?
পোশাক তো পরিচয় – করেনা বহন
গঞ্জনা লাঞ্ছনা এবার – লাগবেই সহন!

প্রতারক কতো আছে – ভেক ধরে চলে
অপরাধ তালিকায় – খুঁজে তাহা মিলে
পরিচয় চেয়ে পুলিশ – করেনি তো ভুল
তবে কেন রাজপথে – এতো হট্টগোল?

পুলিশও মানুষ জানো – আমাদেরই কেউ
হৃদয়হীন নয় তারা – কি’বা বলি ফেউ
সর্বক্ষেত্রেই ব্যতিক্রম – আছে জানি কিছু
অনেকেরই আছে মন – মান ভালো উঁচু।

ডাক্তারী পেশাটিও – ফেলনা তো নয়
মহামারী কালে কতো – প্রাণ হলো ক্ষয়
মানুষের কল্যানে কাজ – করে দিবারাত
ব্যতিক্রম তাঁরও আছে – আছে অপবাদ।

ক্ষমতার বাড়াবাড়ি – কারো নাহি সাজে
কেহ কারো নয় ছোট – নিজ নিজ কাজে
ভালো যদি হতে পারো – সব পেশাদার
উন্মোচিত হবে দ্বার – আয়াসে সেবার।

২১/০৪/২০২১ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন