সাহিত্য ও কবিতা

মনপবনের নাও ||| পুলক বড়ুয়া

মনপবনের নাও ||| পুলক বড়ুয়া

ভালোবাসা পেলে বুকটা আরেকটু হাঁপ ছেড়ে বাঁচে
নিঃশ্বাস প্রশ্বাস সহজ হয়, পরিস্কার হয়, স্বাভাবিক হয়
তারপর থেকে চলাফেরা খোলা হাওয়ার মতোন
আপন মনে প্রবহমান হয়—দেহমন টানটান, খাড়া হয়ে ওঠে
সরল বিশ্বাসে সবল, মজবুত—চাঙা হয়, রাঙা হয়, নাঙা হয়
সচল হয়ে ওঠে

 


তোমার প্রেম গুণি, বুকে বুনি, শুনি
মন থেকে কাদামাটি নিয়ে কোমল মুরতি প্রস্তুত করি
কিছু অহেতুক ক্লেদ, মোহমেদ ঝরে পড়ে
রাগের বদলে জমাট বাঁধে অনাগত অনুরাগ
হৃদয় জম্পেশ হয় অধরা ছোঁয়ায়
মহার্ঘকিছু পরানে পরশ পাথর হয়ে চুমু খেলে
সোনাঝরা হয়ে উঠি

 


ভালো লাগে সবই : আহুত—অনাহুত—আহত গান

ভালো লাগে জীবনের চড়াই-উৎরাই
ভালোবাসি সংকট ভালোবাসি সংঘর্ষ
নিমেষে পার হয়ে যাই যাবতীয় আয়োজন
বিষয়-আশয় বিষয়-আসর

তুমি এলে তোমাকে পেলে পষ্ট হয়ে আসে জঙ্গম

কোথায় নেই তুমি
কখনো নেচে যাও এই মৃত্তিকায়
কখনো উড়ে যাও অই দূর নীলিমায়
মেঘবৃষ্টিরোদ্দুরজ্যোৎস্নাকুয়াশা আচ্ছাদিত
ঐ দূর-দিগন্ত মিলন-মোহনা ছাড়িয়ে অসীম ঠিকানা

পিরিতি পেলে ভালোবাসা এলে প্রেম মেলে
তোমাতে বাজে বিপরীতে হৃৎ-কণা
দুলে উঠে অপর হৃৎ-ফণা

মিলেমিশে একাকার নিরাকার আর সব ঝাপসা ছারকার

অচিরে ধরা পড়ে
ভালোবাসার কোনো বেলা অবেলা নেই
ভালোবাসার কোনো প্রকৃত দেশকাল নেই
ভালোবাসা পাল তুলে ঢেউ তুলে আসে
ভালোবাসা পাল তুলে সোয়ারী হয়ে ভাসে
মনপবনের নাওএ

 


সংবাদটি শেয়ার করুন