সাহিত্য ও কবিতা

তুমি আমি ও সে ||||| পুলক বড়ুয়া


তুমি আমি ও সে
-পুলক বড়ুয়া

যখন আমার কেউ ছিল না,
তোমরা ছিলে দিবানিশি
যখন আমি ওরা শূন্য
—ভরা তবু মেশামেশি

আমরা ছিলাম মুক্ত, স্বাধীন
স্বপ্নলোকে মুগ্ধ, রঙিন ।
আমরা ছিলাম বিপুল মিশে
আমরা ছিলাম অবাধ্য সব
অবাধ-অবাক অকুতোভয়—
সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে
কাজ ছিল তো একটা মাত্র
খুঁজতে খুঁজতে মিলনমেলা
খুঁজতে খুঁজতে মেলার খেলা
এটাসেটা কত্তো কিচ্ছু—
এদিক ওদিক বয়েই যেত
এদিন ওদিন কেটেই যেত
এমনি করে দিন যে যেত
এমনি করে রাত যে কত
সপ্তাহ-মাস-বছর ডোবে,

গড়ায় খাড়া গড়িয়ে নামে
লুসাই পাহাড় পিছলে পড়া
লক্ষ যুগের হাজার ধারা
স্রোতস্বিনী কর্ণফুলীর
কূলকিনারে পরাণ বাঁধি;
পরাণ জুড়োয়—নাহি ফুরোয়
নদীর সঙ্গে কত রঙ্গ—
ডাগর হলাম, কী নওজোয়ান
হাতছানি দেয় সীতা পাহাড় ।

ওপর দিকে কিংবা পাশে
আরও কত্তো দিকদিগন্তে
হৃষ্ট-পুষ্ট-তুষ্ট হলাম—
দূরে-কাছে-ছোঁয়ার মাঝে
কখনও-বা রুষ্ট হতাম,
ফিরে দেখি পেছনপানে
মান-অভিমান-হিংসেগুলি
ভীষণ খেলো বিষম জলো ।

ছাড়তে পারো খোলা গলায়
তোমার চোখে আমার মুখে
ফুটবে ঠোঁটে হাসির ছররা
বাইরে আমার অনেক হল্লা
নাতিদীর্ঘ জুটি বেঁধে
দল বাঁধা সব সখের সখা ।

সোজা কথায় বুকের ভেতর
জেগে ওঠে ছোটে লোটে
আজও ফোটে ফুটত যেমন :
আমি তুমি এবং সে-যে;
জটলা বেঁধে জমাটি সব
হৃৎ-মহলে রঙমহলে
প্রথম প্রেমের গল্প হয়ে
অকস্মাৎ এক স্মৃতি ফুঁড়ে
মানে—তুমি আমি ও সে !


সংবাদটি শেয়ার করুন