দেশের সংবাদ

ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই

রেহেনা আক্তার

দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নিজ বাড়ি ঢাকার মানিকনগরে মৃত্যুবরণ করেন তিনি। তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সাবেক ফটো করেসপন্ডেন্ট। রেহেনা আক্তারের ভাই ফজিত শেখ বাবু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

তিনি জানান, রেহেনা দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে তাকে বাসায় নিয়ে চিকিৎসা করা হয়েছিল। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। ফটো সাংবাদিক রেহেনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার ও বাংলানিউজ পরিবার। তিনি দুই কন্যা সন্তানের জননী।

ফেনী সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা খ্যাত) এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহেনা আক্তার এর মৃত্যুতে সিবিএনএ পরিবার শোক জানিয়েছে। কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ, সিবিএনএ২৪ডটকম এবং দেশদিগন্ত মিডিয়ার প্রধান নির্বাহী সদেরা সুজন দেশের দু’জন খ্যাতিনামা সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাংবাদিকদ্বয়ের আত্মার শান্তি কামনা করেছেন।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

 

সংবাদটি শেয়ার করুন