দেশের সংবাদ

মধ্যরাতে গুজবে কেঁপে উঠল মাধবপুর

মধ্যরাতে গুজবে কেঁপে উঠল মাধবপুর
মাধবপুরে মধ্যরাতে গুজব ছড়িয়ে একাট্টা একদল মানুষ

মধ্যরাতে গুজবে কেঁপে উঠল হবিগঞ্জের মাধবপুর উপজেলা। দেওয়া হলো মাইকে আযান, বাজানো হলো শঙ্খ, গাওয়া হলো কীর্তন। ঘুমে অচেতন মানুষগুলো কিছু বুঝে ওঠার আগেই হতভম্ব। ছুটলেন দিকব্দিক। ছড়িয়ে পড়লো নানান গুজব। কেউ বললেন করোনা ভাইরাস আসছে, কেউ বললেন ভূমিকম্প হবে, কেউবা বলছেন আকাশ থেকে পাথর পড়বে। কেউ কেউ বলে বেড়ালেন আকাশ একদিকে নেমে যাবে, পৃথিবী আজই ধ্বংস হবে। এরই মধ্যে একজোট মানুষ বেড়িয়ে পড়লেন মিছিলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভয়াবহ এমন সব বিভ্রাট তথ্যে মধ্যরাতে গুজবে তাণ্ডব চলল রাত ১০টা থেকে ১টা পর্যন্ত। জল যখন বেশি দূর আর গড়ালো না তখন অনেকের সহজ স্বীকারোক্তি- যা হবার হয়ে গেছে।

তবে ওই এলাকার সচেতন অনেকেই এসবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, গুজব  রটনাকারীদের শনাক্ত করতে কাজ চলছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

-সূত্রঃ ইত্তেফাক

সি/এসএস



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =