বিশ্ব

মমতাকে শেখ হাসিনার ফোন : আম্ফানে ক্ষতির পরিমাণ জানালেন মমতা

পুরোনো ছবি

মমতাকে শেখ হাসিনার ফোন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুক্রবার ফোন করে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন এবং রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নেন।

তিন বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ধনসম্পদ ও জানমালের যে ক্ষতি হয়েছে তার জন্য সমবেদনা জানান প্রধানমন্ত্রী এবং তারা শিগগিরই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

এসময় সমবেদনা জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মমতা ব্যানার্জি। ঘূর্ণিঝড় আম্ফান বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক তাণ্ডব চালায়।

 

করোনার থেকেও ভয়াবহ আম্ফান, একলক্ষ কোটি টাকার ক্ষতি, বললেন মমতা

তখন প্রায় বুধবারের মধ্যরাত্রি ৷ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আম্ফানের দাপট কমেছে ৷ প্রায় নয় ঘন্টা ধরে দক্ষিণবঙ্গে তান্ডব চালানোর পর আম্ফান চলে গেছে বাংলাদেশের উপকুলে ৷ পশ্চিমবঙ্গ সরকারের সদর দফতর নবান্নর কন্ট্রোল রুম এর বাইরে এলেন তিনি ৷ টানা বারোঘন্টা কন্ট্রোল রুমে বসে তিনি আম্ফানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন ৷ কন্ট্রোল রুমের বাইরে থমথমে মুখ নিয়ে বসে তিনি সাংবাদিকদের বললেন, সব শেষ হয়ে গেল ৷ করোনার থেকেও মারাত্মক প্রভাব পড়লো আম্ফানের উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলা বিধ্বস্ত, লণ্ডভণ্ড ৷ কলকাতা, হাওড়া অনেকটাই ক্ষতিগ্রস্ত ৷ দুই মেদিনীপুর বিপর্যস্ত ৷ আপাতত চৌদ্দ জনের মৃত্যুর খবর এসেছে

আরও মৃত্যুর ঘটনা জানতে পারা যাবে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় এক লক্ষ কোটি টাকা ৷ মুখ্যমন্ত্রী বলেন, সতেরোশো সাইত্রিশ সালের এগারো অক্টোবরের পর এত বড় ঝড় আর পশ্চিমবঙ্গে আসেনি ৷ তখন ঝড় প্রতিরোধের ব্যবস্থা এত আধুনিক ছিল না বলে এক কলকাতাতেই মারা গিয়েছিলেন প্রায় তিনহাজার মানুষ ৷ এবারের ঝড়ের সঙ্গে সেই ঝড়ের তুলনা করে মমতা বলেন, দুহাজার আটের আয়লার থেকেও আম্ফান ক্ষতি করেছে অনেক বেশি ৷ তিনি জানান, কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে, প্রচুর ঘরবাড়ি ভেঙেছে, টেলি যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থা বিধস্ত, রাস্তার ক্ষতি হয়েছে ৷ তিনি কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাকে পুনর্ঘটনের জন্যে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ৷ বলেছেন, এখন দয়া করে কেউ রাজনীতি করবেন না ৷ এটা রাজনীতির সময় নয় ৷ বুধবার রাতেই সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দেন৷

কেন্দ্রীয় সরকারও নিয়মিত যোগাযোগ রাখে ৷ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার আম্ফান নিয়ে গঠিত টাস্ক ফোর্স এর বিশেষ বৈঠক ডেকেছেন দুপুরে ৷ সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিশদ আলোচনা হবে বলে জানা গেছে ৷ আম্ফান চলে যাওয়ার পর কলকাতার আকাশ এখনো মেঘলা ৷ দমকা বাতাস বইছে ৷ কখনো ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে ৷ বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে ৷

সূত্রঃ মানবজমিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন