সাহিত্য ও কবিতা

মহালয়া’য় প্রার্থনা  ||||| বিশ্বজিৎ মানিক


মহালয়া’য় প্রার্থনা  ||||| বিশ্বজিৎ মানিক


জাগো অসুরবিনাশিনী তুমি জাগো
জাগো তুমি জাগো, জাগো দুর্গা
জাগো দশ প্রহরণধারিণী
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা
জাগো মা দুর্গা তুমি জাগো
প্রলয় সৃষ্টি লোকালয়ে তুমি জাগো।
দেবী পক্ষের সূচনালগ্নে জাগো
মহামারীর উত্তালনৃত্য দমনে তুমি  জাগো।
আদ্যাশক্তি মহামায়া জাগো
সনাতনী শক্তিরূপা গুণময়ী তুমি জাগো।
রোগশোক বিনাশিনী ভবতারিণী জাগো
জাগো জাগো, জাগো মা তুমি জাগো।
ত্রিনেত্রা শূল ধারিণী জাগো
সত্যানন্দস্বরূপিণী তুমি জাগো।
জাগো মা পিনাকধারিণী জাগো
দক্ষযজ্ঞ বিনাশিনী তুমি জাগো।
শুম্ভনিশুম্ভহননী মহিষাসুরমর্দ্দিনী জাগো
মধুকৈটভহন্থী চণ্ডমুণ্ডবিনাশিনী তুমি জাগো।
জাগো মা তুমি জাগো রক্ষিতে ধরণী জাগো
অস্থিরতা নিবারণে তুমি জাগো।
সর্বদানবঘাতিনী মা জাগো
সর্বাস্ত্রধারিণী সর্বশাস্ত্রময়ী তুমি জাগো।
সতী সাধ্বী ভবপ্রীতা ভবানী জাগো
চিত্রা চন্দ্রঘণ্টা মহাতপা অনন্তা তুমি জাগো।
অমেয়বিক্রমা মাতঙ্গী জাগো
সত্যা বলপ্রদা মুক্তকেশী তুমি জাগো।
পরমেশ্বরী কাত্যায়ণী জাগো
সাবিত্রী শিবদূতী ব্রহ্মবাদিনী তুমি জাগো।
হানাহানি রাহাজানি রক্ষিতে জাগো
হিংসা বিদ্বেষ লুণ্ঠন রোধিতে তুমি জাগো।
অস্তিত্বসংকট নিবারণে জাগো
অসহায়ের সহায় হয়ে তুমি জাগো।
জাগো জাগো জাগো তুমি জাগো
জাগো মা তুমি জাগো।

১৭/০৯/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন