সাহিত্য ও কবিতা

একদিন ।।। শীতল চট্টোপাধ্যায়

একদিন ।।। শীতল চট্টোপাধ্যায়
( জীবনের প্রতি একদিন এক- এক ভাবে , সেই ভাবনায় এই কবিতাটি )

একদিন আসা একদিন চলা
একদিন স্বর একদিন বলা ৷
একদিন পড়া একদিন স্কুল
একদিন ঠিক একদিন ভুল ৷
একদিন নেই একদিন কেউ
একদিন নদী একদিন ঢেউ ৷
একদিন কাজ একদিন ছুটি
একদিন ভাত একদিন রুটি ৷
একদিন হাঁটা একদিন গাড়ি
একদিন ভাড়া একদিন বাড়ি ৷
একদিন ফাঁকা একদিন টাকা
একদিন খোলা একদিন ঢাকা ৷
একদিন মন্দ একদিন ভালো
একদিন কালো একদিন আলো ৷
একদিন কথা একদিন চুপ
একদিন ফুল একদিন ধুপ ৷
একদিন দেখা একদিন ফোন
একদিন ছোঁয়া একদিন মন ৷
একদিন গল্প একদিন গদ্য
একদিন ছন্দ একদিন পদ্য ৷
একদিন পথ একদিন ঘর
একদিন সাথে একদিন পর ৷
একদিন কাছে একদিন দূর
একদিন সুখা একদিন সুর ৷
একদিন এক একদিন দুই
একদিন তুমি একদিন তুই ৷
একদিন জাগা একদিন ঘুম
একদিন চাঁদ একদিন চুম ৷
একদিন ভাবা একদিন আঁকা
একদিন ভরা একদিন ফাঁকা ৷
একদিন ডাঙা একদিন ভাসা
একদিন কাঁদা একদিন হাসা ৷
একদিন কথা একদিন গান
একদিন থামা একদিন টান ৷
একদিন ভোর একদিন রোদ
একদিন ঋণ একদিন শোধ ৷
একদিন উঁচু একদিন নিচু
একদিন আগে একদিন পিছু ৷
একদিন ছোট একদিন বড়ো
একদিন জুড়ে একদিন জড়ো ৷
একদিন শুয়ে একদিন উঠি
একদিন শুরু একদিন ছুটি ৷


 

ঠিকানা – জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন