সাহিত্য ও কবিতা

সুরের যন্ত্রে ||| শীতল চট্টোপাধ্যায়

সুরের যন্ত্রে ||| শীতল চট্টোপাধ্যায়


নতুন বছর প্রতি বছর
এসে নতুন ছুঁতে পারে?
মানুষ-বাড়ি-গাছ-গাছালি
ছোঁয় পুরানোই প্রতিবারে।
প্রতিবছর- বছর সে তো
এক বছরের জন্য প্রাণে,
চলতে হবে তাদের সাথে
ভাব ও বিবাদ গল্প -গানে।
চব্বিশ নামের প্রথম রোদে
দিগন্ত-মাঠ আলোয় ভরে,
রাতের জমা নতুন শিশির
নিউ ইয়ারে নবয় ঝরে।
নৌকা নতুন বাইতে মাঝি
খুঁটোর বাঁধন আবার খোলে,
ওপারে কাল ‘শেষ’ নামিয়ে
এপারে আজ নতুন তোলে।
নতুন সূচির নতুন বছর
মগ্ন প্রথম দিনের পড়ায়,
মানুষ মনকে কাছে ডেকে
দিচ্ছে জুড়ে ছন্দ ছড়ায়।
ঝোলা হাতে খুঁজতে থাকি
কী যেন আজ ভরবো নতুন,
নতুন বছর বলল -তোর ওই
মনেতে রাখ আমার এ মন।
ততক্ষণে নতুন সুরের
তারে জোড়া আলো -বাতাস,
চব্বিশ সালের সুরের যন্ত্রে
বাজবে প্রতি দিনগুলি -মাস ।


 

ঠিকানা – জগদ্দল, উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন