কানাডার সংবাদ ফিচার্ড

বোধিপ্রিয় বড়ুয়ার মহাপ্রয়াণে কানাডায় শোক

বোধিপ্রিয় বড়ুয়া

বোধিপ্রিয় বড়ুয়ার মহাপ্রয়াণে কানাডায় শোক

মন্ট্রিয়ল প্রবাসী বিধান চন্দ্র বড়ুয়ার পিতা এবং এ্যানি বড়ুয়ার শ্বশুর বাবা ঢাকা নিবাসী বোধিপ্রিয় বড়ুয়া ৩১শে অক্টোবর রবিবার সকাল ৮:০০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহরাওয়ার্দী হার্ট ইন্সটিটিউট হাসপাতালে মৃত্যু বরণ করেন।

মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বৎসর।  তিনি ২ পুত্র ও ৪ কন্যা সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মন্ত্রী পরিষদ সচিবালয়ে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। তিনি ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার চর বরমা গ্রামের আলোকিত সন্তান। তিনি মছদীয়া ও নিজ গ্রামে  শ্মশানের জন্য ভূমি দান,চর বরমা ও মছদীয়া বিহার উন্নয়ন কল্পে অর্থ দান এবং বৈলতলী ও ঢাকায় শ্রদ্ধেয় শরণংকর ভান্তের নতুন বিহার নির্মাণের জন্য অর্থ প্রদান সহ বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত ছিলেন এবং গত কয় দিন আগেও অত্র বিহারে এক লক্ষ টাকা দান করেছেন।

তিনি অনেকের চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও সহযোগিতা করেছেন। কানাডা বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন, মন্ট্রিয়লের পক্ষ থেকে সদ্ধর্মানুরাগী,পরোপকারী, উদারনৈতিক দানশীল ও সমাজ হিতৈষী বরেণ্য এই ব্যক্তিত্বের মহা প্রয়ানে আমরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা  এবং ওনার পারলৌকিক শান্তি ও স্বর্গসুখ কামনা করা হয়েছে।

 


 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন