সাহিত্য ও কবিতা

শতাঞ্জলি |||| বিশ্বজিৎ মানিক


শতাঞ্জলি |||| বিশ্বজিৎ মানিক

মহড়া চলছে আজ শততম কবিতার

অবদান হলো বুঝি মহামারী করোনার।


করোনার কালে খোকা হয়ে গেলো কবি

পথে হেঁটে চলে দেখে কবিতার ছবি।


নিরানব্বই হয়ে গেছে গতকাল তক

আজকে লেখা হলে হয়ে যাবে শতক।


বায়াত্তর ছাপা হলো কানাডায় তার

দিচ্ছে জানিয়ে খোকা কৃতজ্ঞতা অপার।


সুনামগঞ্জে থাকা হয় আত্মীয় ভবন

প্রাতে উঠে খোকা করে প্রভাত ভ্রমন।


ভ্রমণের কালে খোকা দিক্বিদিক ঘোরে

অলঙ্কার লাগিয়ে লেখে যাহা চোখে পড়ে।


সুরমা নদীর রিভার ভিউ বটগাছের তলে

রূপের খেলা দেখছে খোকা সুরমা নদীর জলে।


ভোর সকালে হাটতে এসে বসছে যখন ঘাটে

সূর্য্যি মামা উঠছে কেবল পূব আকাশে পাটে।


ঢেউয়ের মাঝে উজান ভাটি চলছে জলযান

লঞ্চ স্টিমার কার্গো চলে সাথে ডিঙিখান।


খেয়াঘাটে দশেক হবে পুরুষ ও রমনী

ওপার থেকে আসছে ধেয়ে খেয়া পাড়ের তরণী।


সুরমা নদীর ভরা জলে হবেই নদী পাড়

এপার থেকে ওপার যাওয়া চলছে নিত্যাকার।


গ্রাম থেকে আসছে নিয়ে সবজি ফসল হাঁটে

ফলিয়েছিল এসব ফসল ভাই কৃষকে মাঠে।


সবার থেকে সেরাই হলো আমার দেশের কৃষক

বাঁচিয়ে রাখার অবলম্বন তারাই পৃষ্ঠপোষক।


জীবন যুদ্ধে করছে কাজ রোদ বৃষ্টি ঝড়ে

তাদের তরেই খাচ্ছি আমরা উদরপূর্তি করে।


কাঁদায় মাখা শরীর তাদের ঘেন্না করে কেহ

পাওনা তাদের মানুষ বলে একটুখানি স্নেহ।


করোনায় মরছে কতো মিয়া সাহেব বাবু

কৃষক শ্রমিক মেহনতী হচ্ছে ক’জন কাবু?


প্রতিরোধের ক্ষমতাটা তাদের বেশি আছে

দুপুর অব্দি ঘুমোয় যারা তাদের জীবন মিছে।


শ্রম মজুরি করছে যারা খাচ্ছেনা কেউ কলি

তাদের জানায় খোকাবাবু আজকে শতাঞ্জলি।


১০.৮.২০২০

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন