বিশ্ব

কিরগিজিস্তানের সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখলে নিল বিক্ষোভকারীরা

কিরগিজিস্তানের সংসদ

কিরগিজিস্তানের সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখলে নিল বিক্ষোভকারীরা

কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সরকার-বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা এরইমধ্যে দেশটির সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে।

গত রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি থেকে বিক্ষোভের সূত্রপাত এবং এখন তা সরকার পতনের পর্যায়ে পৌঁছেছে।

রুশ বার্তাসংস্থা তাসের খবরে পার্সটুডের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান ফটক ভেঙে ফেলে। ওই প্রাসাদ কম্পাউন্ডে দেশটির নিরাপত্তা বিভাগের সদর দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের আক্রমণের মুখে নিরাপত্তা প্রহরীর অবস্থান ছেড়ে চলে যায়।

এ সময় প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে অবস্থিত অন্য কয়েকটি ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। আর কিরগিজিস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে কারাগার থেকে মুক্ত করে বিক্ষোভকারীরা।

কিরগিজিস্তানের বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভেল সঙ্গে দ্বন্দ্বের পর তিনি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন। এতে গত আগস্ট মাসে তাকে কারাদণ্ড দেয়া হয়েছিল।

এদিকে ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট সুরোনবাই কোথায় রয়েছেন তা জানা যাচ্ছে না। অবশ্য রুশ বার্তা সংস্থা স্পুটনিক প্রেসিডেন্ট সুরোনবাইয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট রাজধানী বিশকেকেই রয়েছেন।

সূত্রঃসময় টিভি

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন