কানাডার সংবাদ

টরন্টো প্রবাসী জামিল আহমেদ চলে গেলেন করোনার ছোবলে

টরন্টো প্রবাসী জামিল আহমেদ

 

অবশেষে টরন্টো প্রবাসী জামিল আহমেদ চলে গেলেন করোনার ছোবলে ।। টরন্টো প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, গ্রেটার সিলেট এ্যাসোসিয়েশন অব টরন্টো এর সাবেক সভাপতি  জামিল আহমেদ কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন টরেন্টো সেনজোসেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! তিনি গোপালগঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টাছাড়ার বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি খুবই অমায়িক নম্র-ভদ্র এবং সাদামনের মানুষ  হিসেবে সবার কাছে প্রিয় ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে যান। জামাল আহমেদ-এর মৃত্যুতে কানাডা প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন।

কানাডার টরন্টো ও অটোয়াতে এ নিয়ে করোনা ভাইরাসে ৯ জনের মৃত্য ঘটেছে এর মধ্যে ৮জনই টরন্টোতে এবং একজন অটোয়াতে। উল্লেখ্য, ইতোপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ, ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ ও  জামাল আলী, ১৭ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা  এডভোকেট সালাম শরিফ, ১৮ এপ্রিল মোঃ শওকত আলী,  ৭ম  বাংলাদেশি মোহাম্মদ আবু নাসের  ৮ম   বাংলাদেশি প্রফেসর ড.কাজী আবদুর রউফ এবং ১৪ মে ৯ম বাংলাদেশি জামিল আহমেদ   এই মরণঘাতী ভাইরাসে মারা যান। যিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়া আক্রান্ত আরো বেশ কয়েকজন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন । আরো কয়েকজন হোম কোয়ারাইন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। তবে করোনাভাইরাসের কারনে প্রবাসীরা আতংকিত।

 

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন