খেলা ফিচার্ড

ফিফা আরব কাপের উদ্বোধনী ম্যাচে বাহরাইনকে ১-০ গোলে হারিয়ে কাতারের যাত্রা শুরু

ফিফা আরব কাপের উদ্বোধনী ম্যাচে বাহরাইনকে গোলে হারিয়ে কাতারের যাত্রা শুরু

পিকলু চক্রবর্তীকাতার থেকেঃ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার ফিফা আরব কাপ ২০২১ এর উদ্বোধনী ম্যাচে বাহরাইনকে ১-০ গোলে হারিয়ে  বিজয়ের মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) জাঁকজমকপূর্ণ  আয়োজনের মধ্য দিয়ে কাতারের আলখোর শহরে অবস্থিত ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আল বায়েত স্টেডিয়ামে কাতার ও বাহরাইন এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে স্ট্রাইকার আকরাম আফিফের সহযোগিতায়

হেড থেকে গোলের মাধ্যমে  দলকে এগিয়ে নিয়ে যান ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল আজিজ হাতেম।

জমজমাট এই ম্যাচে স্বাগতিক দেশ কাতার আধিপত্য ধরে রাখলেও শেষের দিকে বাহরাইন তাদের সর্বশক্তি প্রয়োগ করেও খেলায় সমতা ফিরাইতে ব্যার্থ হয়।

কাতারি ফুটবল প্রেমীদের পাশাপাশি দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতিতে স্টেডিয়াম ছিলো পরিপূর্ণ।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন