বিশ্ব

মিয়ানমারের সামরিক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক

সামরিক নেতাদের
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক মিয়ানমারের অভ্যুত্থানকারী সামরিক নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আজ শুক্রবার ফেসবুক জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত প্রোফাইল ও পেজ থেকে প্রচার করা যে কোনো আধেয় ছড়ানো কমিয়ে দেওয়া হবে।

ফেসবুক জানিয়েছে, ভুয়া তথ্য ছড়াতে এসব প্রোফাইল ও পেজ ব্যবহার হওয়ার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচরাচর রাজনৈতিক বিরোধের ক্ষেত্রে কোনো পক্ষ নিতে দেখা যায় না ফেসবুককে। কিন্তু মিয়ানমারে অভ্যত্থানের ঘটনায় সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নিল সংস্থাটি।

এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, অং সান সু চিসহ মিয়ানমারের গণতান্ত্রিক নেতাদের আটকে রেখে অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতায় বসে দেশটির সেনাবাহিনী। বিভিন্ন দেশ থেকে মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানানো হয়েছে।

এমনকি মিয়ানমারের সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। জনবিক্ষোভ দমনে সে দেশের পুলিশও কঠোর অবস্থান নিয়েছে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন