বিশ্ব

বিদেশিরা এবার হজ পালনের অনুমতি পেতে পারেন

বিদেশিরা এবার হজ পালনের অনুমতি পেতে পারেন

সিবিএনএ অনলাইন ডেস্ক / ২১ মে, ২০২১। চলতি বছরে হজ পালনের সুযোগ পেতে পারেন বিদেশিরা বলে খবর প্রকাশ করেছে সৌদি আরবের আল-ওয়াতান পত্রিকা। বিদেশিরা এবার হজ পালনের অনুমতি পেতে পারেন তবে হজ পালনে কঠোর স্বাস্থ্য ও বিধি-নিষেধ মানতে হবে হজ পালনকারীদের। 

গত বৃহস্পতিবার (২০ মে) আল-ওয়াতান পত্রিকা এই খবর দিলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।

এদিকে গত ৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধির আওতায় এবারের হজ পালন করা হবে। এর মধ্য দিয়ে সবাইকে হজ করার সুযোগ দেওয়া হতে পারে।

তবে এর আগে আন্ডারসেক্রেটারি হাশেম সাঈদ বলেন, চলতি বছরে হজ সব ধরনের বিকল্প উপায় নিয়ে ভাবছে সৌদি সরকার। বিদেশ থেকে প্রতীকী সংখ্যক হাজীকেও অনুমোদন দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীকে জীবনে একবার হজ পালন করতে হবে। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধারিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক।- বিডি প্রতিদিন


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন