সাহিত্য ও কবিতা

আগন্তুক ||||পুলক বড়ুয়া

আগন্তুক ||||পুলক বড়ুয়া

আগন্তুক ||||পুলক বড়ুয়া

মলমল গতির সরণীজুড়ে তোমার ক্রন্দসী
হলুদ ছায়ার মতো শ্যামল সময়গুলো
ঘুঙুরের শব্দের-মর্মর-বেহেস্ত-বেদন-বাদন ।

জোয়ার-ভাটার উত্থান-পতন তার
বয়ে চলা টানহীন, ঢেউশূন্য মরাগাঙ
মানুষের কঙ্কালের মতো জনপদে
জেগে আছে, ঝুলে আছে জনান্তিকে
নদীর চোখেও কী কল্পনা-স্মৃতি-স্বপ্ন
ভর করে, আমরা শুকিয়ে যাইনি সজল আজো;

জানি, একদিন বুক ফুলিয়ে হাঁটতে, দ্যাখিনি
দ্যাখেছি পাহাড়ে ধ্বস নামে
পুকুর চুরির মতো দিনে দুপুরে পাহাড় চুরি ।

অলিখিত সীমানা পেরিয়ে যখন যেমন খুশি
নীরবে দ্যাখেছি ভেবেছি তোমাকে এবং অসীম
সীমান্ত ডিঙিয়ে গিয়েছি অবাধ্য স্বাধীন সাহসে
সীমাহীন সীমালঙ্ঘন করেছি চুপিচুপি আমি ।

পরদেশী, পর্যটক, আগন্তুক
পরনরনারী মানে পরকীয়া !


সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

 

 


সংবাদটি শেয়ার করুন