কানাডার সংবাদ

কৃষ্ণাঙ্গ বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ, সহিংসতা শহরে শহরে

কৃষ্ণাঙ্গ বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ, সহিংসতা শহরে শহরে । সম্প্রতি মিনিয়াপোলিসে পুলিশের এক কর্মকর্তার হাতে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রসহ কানাডার শহরে শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কালো মানুষদের বিরুদ্ধে পুলিশের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কেন্দ্র করে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বর্ণবাদ বিরোধি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে প্রতিবাদের আগুন এখন মন্ট্রিয়লসহ কানাডার বিভিন্ন শহরে। করোনার ছোবলকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ রকমারি পোষ্টার প্লেকার্ড ফেস্টুন নিয়ে রাস্তায় শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলছে। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে কয়েক হাজার বিক্ষোভকারী ৪৬ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেখায়। পুরো সময় জুড়ে বিক্ষোভকারীরা নিহত ফ্লয়েডের পক্ষে শ্লোগান দেয় ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি উষ্মা প্রকাশ করে চিৎকার করে। বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হতে দেখা গেছে। অগ্নি সংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানের গ্লাসভাঙ্গাসহ পুলিশের দিকে রকমারি দ্রব্যাদি ছোঁড়ে মারতে দেখা গেছে।

আমেরিকার মিনিয়াপলিসে সাম্প্রতিক পুলিশী বর্বরতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু প্রতিবাদে বর্ণবাদী সহিংসতা ও পুলিশের বর্বরতার প্রতিবাদে আজ রবিবার বিকাল ৫ টায় কয়েক হাজার মানুষ রোববার মন্ট্রিয়ল ডাউনটাউন পুলিশসদর দফতরের সামনে জড়ো হয়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ প্রদর্শন শুরু করছিল। শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ শুরু হয়েছিলকিন্তু প্রায় তিন ঘন্টা পরে বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে প্রজেক্টিল নিক্ষেপ শুরু করলে বিক্ষোভটিসহিংসতায় রূপ নেয় । পুলিশও পরিস্হিতি নিয়ন্ত্রন করতে মরিচের স্প্রে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। পরে মন্ট্রিয়লপুলিশ বর্ণবাদবিরোধী সমাবেশটি অবৈধ ঘোষণা করেন । মন্ট্রিয়লে সমাবেশের আয়োজকরা বলেন যে, এই বিক্ষোভআমেরিকান বর্ণবাদবিরোধী নেতাকর্মীদের সাথে সংহতি প্রদর্শন করার জন্য আয়োজন করা হয়েছে । তবে আয়োজকরাআরও বলেন যে পুলিশের হাতে কুইবেক এবং কানাডার অন্য কোথাও বর্ণবাদী সহিংসতায় মানুষ হত্যার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করারও এটি একটি সূবর্ন সুযোগ ।

হাজার হাজার মানুষ মন্ট্রিয়ল পুলিশ সদর দফতরের সামনে বর্ণবাদ বিরোধী প্রতিবাদে অংশ নিয়েছে।কালো মানুষদের বিরুদ্ধে পুলিশের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে রবিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মন্ট্রিয়ল পুলিশ সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছে।

টরন্টো ও ভ্যানকুভারে একই ধরনের পদক্ষেপের পরে এবং মিনের মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আমেরিকা জুড়ে বিক্ষোভের সূত্রপাতের পরে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন