কানাডার সংবাদ

চরম অবহেলার জন্য দীর্ঘমেয়াদী কেয়ার হোমের বিরুদ্ধে মামলা

ছবি ইন্টারনেট থেকে নেওয়া

চরম অবহেলার জন্য দীর্ঘমেয়াদী কেয়ার হোমের বিরুদ্ধে মামলা

 

মন্ট্রিয়ল ৩০ মে । বৈশ্বিক মহামমারী কোভিড-১৯ মহামারীর মধ্যেই বৃদ্ধদের থাকা ও যত্নের জন্য দীর্ঘমেয়াদী কেয়ার হোমের বিরুদ্ধে বৃদ্ধদের প্রতি চরম অবহেলা, তাদের সঠিকভাবে  না করা ও কেয়ার হোমের বাসিন্দাদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগে এই সপ্তাহে ক্যুইবেক সুপিরিয়র কোর্টে আরও একটি ক্লাশ অ্যাকশন মামলা করা হয়েছে । মামলার এ আবেদনটি মন্ট্রিয়লে দীর্ঘমেয়াদী কেয়ার হোমের বিরুদ্ধে দায়ের করা তৃতীয় মামলা।

এই সপ্তাহেই ক্যুইবেক সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করা হয়েছে ওলগা সারলিসের এস্টেটের পক্ষ থেকে , Olga Sarlis, মন্ট রয়েল টাউনে বেসরকারিভাবে পরিচালিত সিএইচএসএলডি (CHSLD) ভিজি মন্ট-রয়েলে ২৮ এপ্রিল ৯১ বছর বয়সে মারা গিয়েছিলেন। মামলায় দাবি করা হয়েছে যে Olga Sarlis, অবহেলাজনক “অগ্রহণযোগ্য” পরিস্থিতিতে মারা যান এবং বৈশ্বিক মহামারী সঙ্কটের মধ্যে Long Term Care Home এর বাসিন্দাদের আরও ক্ষতি হতে বাঁচাতে বেসরকারিভাবে পরিচালিত দীর্ঘমেয়াদী কেয়ার হোমে কোনপ্রকার সুরক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়নি। যারা দীর্ঘমেয়াদী কেয়ার হোমে স্বামী অথবা স্ত্রী হারিয়েছেন তাদের ক্ষতিপূরণ হিসাবে $ ১০০,০০০ ডলার,  তাদের প্রত্যেক উত্তরাধিকারীর জন্য ৩০,০০০ ডলার এবং অসুস্থ এবং বেঁচে থাকা বাসিন্দাদের ৩০,০০০ ডলার ক্ষতিপূরণের জন্য মামলায় আবেদন করা হয়েছে। বৈশ্বিক মহামমারী কোভিড-১৯ এ পর্যন্ত ক্যুইবেকে ৪,৩৬৩ জন মারা গেছেন এবং এর সংখ্যাগরিষ্ঠ মানুষ মারা গেছেন দীর্ঘমেয়াদী কেয়ার হোমে । অন্টারিও প্রদেশেও বৃদ্ধদের জন্য দীর্ঘমেয়াদী কেয়ার হোমেই সংখ্যাগরিষ্ঠ মানুষ মারা গেছেন । শুধুমাএ লাভের নেশায় মত্ত থেকে স্বল্প সংখ্যক স্টাফ দিয়ে বেসরকারিভাবে পরিচালিত দীর্ঘমেয়াদী কেয়ার হোমের বিরুদ্ধে বৃদ্ধদের প্রতি চরম অবহেলা,  তাদের যত্ন না করা ও কেয়ার হোমের বাসিন্দাদের প্রতি দুর্ব্যবহারের কোন শেষ নেই । ক্যুইবেকে বৃদ্ধদের প্রতি যত্ন ও সেবার মান বাড়াতে Long Term Care Home গুলো সম্পূর্নভাবে সরকারী পরিচালনায় আশা উচিৎ বলে অনেক মনে করেন এবং একইসাথে প্রয়োজনীয় স্বাস্হ্য সংক্রান্ত   স্টাফ  সংখ্যা বৃদ্ধি করে শুষ্ঠুভাবে পরিচালনাসহ নিয়মিত পরিদর্শন হওয়া উচিত হবে ।

সূত্র : সিবিসি নিউজ

 

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন