বিশ্ব

নাইজেরিয়ার স্কুলে অস্ত্রধারীদের হামলায় নিখোঁজ কয়েক শত শিক্ষার্থী

নাইজেরিয়ার স্কুলে অস্ত্রধারীদের হামলা
স্কুলটির নামসহ সাইনবোর্ড

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে একটি মাধ্যমিক স্কুলে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। এরপর ওই স্কুলের কয়েক শত শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। কয়েকটি মোটরসাইকেলে করে হামলাকারীরা ওই স্কুলে পৌঁছে ফাঁকা গুলি শুরু করে। এতে শিক্ষার্থীরা ভয়ে পালানো শুরু করে। এই স্কুলটি গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামে পরিচিত। কাতসিনা রাজ্যে আবাসিক এই স্কুলে অবস্থান করে কমপক্ষে ৮০০ শিক্ষার্থী। শুক্রবার রাতে হামলাকারীরা তা টার্গেট করে হামলা চালায়।

শনিবার সেনাবাহিনী বলেছে, তারা অস্ত্রধারীদের অবস্থান শনাক্ত করেছে। অস্ত্রধারীরা একটি বনের ভিতর লুকিয়ে আছে। তাদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। তবে অস্ত্রধারীদের ওই হামলা, সেনাবাহিনী ও তাদের মধ্যে গুলি বিনিময়ে কতজন নিহত হয়েছে বা আহত হয়েছে তা জানা যায়নি।

স্কুলে এ হামলার নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। পাশাপাশি তিনি ওই স্কুলে একটি তদন্তের নির্দেশ দিয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীরা কোথায় কি অবস্থায় আছে, সে তথ্য তালাশ করতে বলেছেন। ওদিকে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। তারা স্কুল কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছেন।

কানকারা এলাকায় অবস্থিত ওই স্কুলটি বালকদের। এর আশপাশে যারা বসবাস করেন, তারা বলেছেন, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই হামলা করে অস্ত্রধারীরা। এক ঘন্টারও বেশি সময় স্থায়ী ছিল হামলা। স্কুলের নিরাপত্তারক্ষীরা কয়েকজন হামলাকারীকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এরপরই সেখানে পুলিশ উপস্থিত হয়।

শনিবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, গুলি বিনিময়ের সময় অস্ত্রধারীরা কিছু সময়ের জন্য নিবৃত হয়। এ সময়ে শিক্ষার্থীরা সীমানা বেড়া অতিক্রম করে নিরাপত্তার জন্য দৌড়াতে থাকে। প্রায় ২০০ শিক্ষার্থী পালিয়ে যায়।

সূত্রঃ মানবজমিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন