অবিশ্বাস্য হলেও সত্য ফিচার্ড

পাথর দিয়ে তৈরি ঝাল ঝাল পদে মন মজেছে চিনের!

পৃথিবীর অন্যতম গরিব দেশ হাইতি। অর্থাভাব এবং খাদ্যাভাবে আটার বদলে কাদার তৈরি এক বিশেষ ধরনের রুটি খান সে দেশের মানুষ।
World’s Hardest Dish
 চোখে দেখবেন না কি বিশ্বের সবথেকে শক্ত খাবার?
পাথর দিয়ে তৈরি ঝাল ঝাল পদে মন মজেছে চিনের!

সুওদিউয়ের মূল উপাদান পাথর। পাথরের টুকরোকে পরিষ্কার করে পেঁয়াজ, লঙ্কা এবং সস্‌ দিয়ে কষিয়ে ঝাল ঝাল করে তৈরি করা হয় এই পদ।

All you need to know about World’s Hardest Dish suodiu from China
All you need to know about World’s Hardest Dish suodiu from China

‘সুওদিউ’য়ের মূল উপাদান পাথর। পাথরের টুকরোকে পরিষ্কার করে পেঁয়াজ, লঙ্কা এবং সস্‌ দিয়ে কষিয়ে ঝাল ঝাল করে তৈরি করা হয় এই পদ।

All you need to know about World’s Hardest Dish suodiu from China

তবে ‘সুওদিউ’ চিবিয়ে খেলে হবে না। তা হলে আর কোনও মানুষের দাঁত আস্ত থাকার কথা নয়। তা হলে কী ভাবে খেতে হয় এই খাবার?

All you need to know about World’s Hardest Dish suodiu from China

সুওদিউ খেতে হয় চুষে। রান্না করা পাথর ভাল করে চুষে ফেলে দিতে হয়। একে একে সব পাথরগুলি চুষে ফেলে দেওয়ার পর পাত্রের তলায় পড়ে থাকা তেলঝোল।

All you need to know about World’s Hardest Dish suodiu from China

সুওদিউ-ই বিশ্বের সবথেকে শক্ত খাবার। আর এই খাবারেই আপাতত মজে চিনের তামাম জনতা।

All you need to know about World’s Hardest Dish suodiu from China

পূর্ব চিনের হুবেই প্রদেশ থেকে শুরু হলেও বর্তমানে চিনের অনেক শহরেই সুওদিউ বিক্রি হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই বিক্রি হয় রাস্তার ধারের মুখরোচক খাবারের দোকানে।

All you need to know about World’s Hardest Dish suodiu from China

কী ভাবে তৈরি হয় জনপ্রিয় এই চিনা খাবার? প্রথমে নদীর ধার থেকে গোল এবং চ্যাপ্টা নুড়ি-পাথর সংগ্রহ করা হয়। পরে সেগুলি ভাল করে জলে ধুয়ে পরিষ্কার করা হয়।

All you need to know about World’s Hardest Dish suodiu from China

জলে ধোয়ার পর পাথরগুলিকে লঙ্কার সস্‌, পেঁয়াজ, রসুন, টোম্যাটো, রোজমেরি এবং বিভিন্ন মশলা দিয়ে ভাল করে ভেজে নেওয়া হয়। এর পর সেগুলি পাত্রে নিয়ে উপর থেকে লঙ্কার সস্‌ ছড়িয়ে গরম গরম পরিবেশন করা হয়।

All you need to know about World’s Hardest Dish suodiu from China

লাল লাল রসালো পাথরগুলি চুষে আস্বাদনের পর সেগুলি ফেলে দেন গ্রাহক।

সংবাদটি শেয়ার করুন