কানাডার সংবাদ ফিচার্ড

মন্ট্রিয়লে কিংবদন্তিতুল্য সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

মন্ট্রিয়লে কিংবদন্তিতুল্য সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’  অমর একুশে গানের রচয়িতা, কিংবদন্তিতুল্য সাংবাদিক, প্রখ্যাত লেখক, কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর প্রয়াণে মন্ট্রিয়লে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।  ৫ জুন রবিবার বিকালে ‘মন্ট্রিয়ল প্রবাসী লেখক-সাংবাদিক-সুশীল সমাজ’ এর ব্যানারে মন্ট্রিয়লের ৮৯২ জ্যানত্যালোন ওয়েস্টে অনুষ্ঠিত হয়।  শোক ও স্মরণসভায় আলোচনার পাশাপাশি তাঁর লেখা গান ও কবিতায় কালজয়ী লেখককে স্মরণ করে মন্ট্রিয়লবাসী।

বিশিষ্ট সাংবাদিক আবৃত্তিকার শামসাদ রানার পরিচালনায় শোক ও স্মরণ সভার শুরুতেই সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ কিংবন্তিতুল্য সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর প্রতিকৃতিতে প্রদীপ জ্বালিয়ে বিনম্র শ্রদ্ধা শুরু করেন আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়লের সাবেক সভাপতি দীপক ধর অপু ও সাধারণ সম্পাদক তানভীর ইউসূফ রনী, এরপর ক্রমান্বয়ে উপস্থিত সুধিজনরা।

বিশিষ্ট সংগীত শিল্পী, উপস্থাপক এবং আন্তরিক পেইজের কর্ণধার শর্মিলা ধরের পরিচালনায় সমবেত কন্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশন করে আলোচনা সভার শুরু করেন। আয়োজকদের  মধ্যে  থেকে সভার বিবরণ আলোকপাত করেন সাংবাদিক কাজী আলম বাবু।

আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রাহক তাজুল মোহাম্মদ, সাবেক অধ্যক্ষ ফনিভূষণ ভট্টাচার্য, প্রবীন সাংবাদিক রুমু ইসলাম, সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জিয়া,  সাংবাদিক শরিফ ইকবাল চৌধুরী, সাংবাদিক সদেরা সুজন,  সাংবাদিক গোপেন দেব, চিত্রশিল্পী রাকীব হাসান,  আওয়ামী লীগ নেতা মুন্সী বশীর, মূলধারায় সাবেক কর্মকর্তা  নাহিদ হোসেন, ড. সোয়েব সাঈদ, আওয়ামী লীগ নেতা দিদার মাহমুদ ভূঁইয়া, সিবিএনএ-এর প্রধান উপদেষ্টা ও লেখক বিদ্যুৎ ভৌমিক,  আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ মোতাহির মিয়া এবং কন্ঠ শিল্পী এহসানুল হক মিঠু প্রমুখ।

কবিতা আবৃতি করেন মন্ট্রিয়লের সুপরিচিত আবৃত্তিকার সঞ্জীব দাস উত্তম ও কবি মুফতি ফারুক। সংগীতে অংশগ্রহণ করেন তৃপ্তি দাস, মুনমুন দেব, কেয়া ভট্যাচার্য, পাপু আহমেদ, জয় করিম, শর্মিলা ধর ও টিনা চৌধুরী।

বক্তারা কালজয়ী লেখক-সাংবাদিক-কলামিষ্ট-গীতিকার সদ্য প্রয়াত আব্দুল গাফ্ফার চৌধুরীকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি আমৃত্যু ছিলেন সত্য-সুন্দর, স্বাধীনতা-মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি এবং অসাম্প্রদায়িক চেতনার নির্ভিক বাতিঘর।  হাজার হাজার নয় শুধু একটি কালজয়ী গানই তাঁকে শত শত বছর প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করে হৃদয়ে লালন করে রাখবে। তাঁর হৃদয় জুড়ে বিরাজ করতো বঙ্গবন্ধু-বাংলাদেশ এবং প্রিয় মাতৃভূমি। যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন।

 

 


 

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন