কানাডার সংবাদ

মন্ট্রিয়ল প্রবাসীদের প্রিয় মুখ হুমায়ূন কবির  আর নেই


মন্ট্রিয়ল প্রবাসীদের প্রিয় মুখ হুমায়ূন কবির  আর নেই, ফেরা হলোনা প্রিয় শহরে

মন্ট্রিয়ল প্রবাসী কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, সকলের প্রিয়জন জনাব হুমায়ূন কবির ব্যপারী আর নেই। চলে গেছেন না ফেরার দেশে।  গতকাল বাংলাদেশ সময় সকাল ৩.৩০ মিনিট ঢাকার ধানমন্ডী ল্যাব হাসপাতালে  ফুসফুস জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )।  তিনি কয়েকদিন পূর্বে  বিশেষ কাজে দেশে গিয়েছিলেন। এ যাওয়াই শেষ যাওয়া, ফেরা হলোনা প্রিয় শহর মন্ট্রিয়লে! শেষ দেখা হলোনা স্ত্রী-সন্তানদেরকে।

গতকাল জুম্মার নামাজের পর ধানমন্ডী ৭ নম্বর মসজিদে জানাজা শেষে তার নিজ বাড়ি বিক্রমপুর টঈীবাড়ী উপজেলার চাঠাতিপাড়ায় তার পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। চির নিদ্রায় শায়িত হলেন নিজ জন্মভূমে।

মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যূকালে তিনি মন্ট্রিয়লে স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং পরিচিতজন রেখে গেছেন ।

তিনি প্রজন্ম বাংলাদেশ ও বিক্রমপুর-মুন্সিগন্জ এসোসিয়েশনের  সহ সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন  ছিলেন। পরোপকারী, বিনয়ী নম্র-ভদ্র কমিউনিটির প্রিয় মুখ হুমায়ূন কবির ব্যাপারীর অকাল মৃত্যু খবর কানাডায় আসলে কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে।  সোশ্যাল মিডিয়াতে প্রিয় সহকর্মী, বন্ধু-বান্ধব, বিভিন্ন সংঘঠন এবং প্রিয় মানুষরা শোক গাথা লিখেই যাচ্ছেন।  মন্ট্রিয়লের প্রায় প্রতিটি অনুষ্ঠানে তাকে দেখা যেতো।

‘আমরা প্রজন্ম বাংলাদেশ’ ও ‘বিক্রমপুর-মুন্সিগন্জ এসোসিয়েশনে’র পক্ষ থেকে কাজী রমজান রতন শোকাহত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন । প্রিয় বন্ধুর প্রতি স্মৃতিচারণ করে শোকগাথা লিখেছেন বিশিষ্ট ব্যবসায়ী রশীদ খান।

 

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন