কানাডার সংবাদ ফিচার্ড

‘নিবিড় পর্যবেক্ষণে’ থাকা নিবিড়ের জন্য প্রার্থনা

মা-বাবার সঙ্গে নিবিড়। ফাইল ছবি

‘নিবিড় পর্যবেক্ষণে’ থাকা নিবিড়ের জন্য প্রার্থনা

কানাডার টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে)। নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারছেন না ডাক্তাররা। গতকাল রাতেই কানাডার উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছেড়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার বাবার সূত্রে অনেক তারকার স্নেহধন্য। অনেকের সঙ্গে দেখা হয়েছে নানা অনুষ্ঠানে। সেই স্মৃতি রোমন্থন করে অনেকেই তার জন্য প্রার্থনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন। অনেকেই অহেতুক গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন।

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘প্রখ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎদার ছেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিবিড় কুমারের জন্য প্রার্থনা জানাই। হে সৃষ্টিকর্তা, নিবিড় যেন সুস্থ হয়ে হাসি মুখে মা-বাবার কাছে ফিরে আসে।’

দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত (১৭), শাহরিয়ার খান (২০) ও অ্যাঞ্জেলা বারৈ (২০) নামের ৩ বাংলাদেশি নিহত ও একুশ বছর বয়সি নিবিড় কুমার (আহত)

সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ দাদার একমাত্র ছেলে কুমার নিবিড় গতকাল কানাডায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। গাড়িতে নিবিড়সহ তারা চার বন্ধু ছিলেন। তিনজনই মারা গেছেন। নিবিড়ের অবস্থা আশঙ্কাজনক‌। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। সবার কাছে অনুরোধ রইল নিবিড়ের জন্য দোয়া করবেন । সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন। দয়া করে কেউ বিভ্রান্তিমূলক খবর প্রচার করবেন না।’

এদিকে সংগীতশিল্পী প্রীতম আহমেদ সর্বশেষ আপডেট দিয়ে আজ দুপুরে লিখেছেন, ‘আমাদের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ দাদার ছেলে নিবিড় কানাডায় রোড এক্সিডেন্টে আহত হয়েছেন। বর্তমানে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওর শারীরিক অবস্থা জানাতে ডাক্তাররা আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন। আমার সঙ্গে এই মুহূর্তে হাসপাতালে অবস্থানরত ওর কাকুর অভিজিত দের সঙ্গে কথা হয়েছে। অযথা না জেনে কেউ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না। বাচ্চাটার জন্য দোয়া করেন।’

সংগীতশিল্পী লোপা হোসাইন চিকিৎসাধীন নিবিড়ের জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘অনেক অনেক দোয়া রইল নিবিড়ের জন্য।’

সংবাদে যেন বিভ্রান্তি না ছড়ায় সেই অনুরোধ করেছেন তরুণ সংগীতশিল্পী কিশোর দাশ। লিখেছেন, ‘দয়া করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। নিবিড় এখন আইসিইউতে আছে। ওর জন্য প্রার্থনা করুন। ফেসবুকে না জেনে কিছু লিখবেন না। প্লিজ।’

চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘কুমার বিশ্বজিৎ দাদার ছেলে কুমার নিবিড় এখনো বেঁচে আছেন। আইসিইউতে আছেন টরন্টোতে। সবাই আমরা একজন মা-বাবার সন্তানের জন্য প্রার্থনা করি।’

নিবিড় যেন আবার মা-বাবার কাছে ফিরে আসে সেই প্রার্থনা করে অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘নিবিড় কুমারের জন্য প্রার্থনা করি। সে যেন তার মা-বাবার কাছে ফিরে আসে। সবাই তার জন্য দোয়া করবেন।’

কুমার বিশ্বজিতের কাছের মানুষ সংগীতশিল্পী সমরজিৎ রায় নিবিড়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিবিড়ের জন্য প্রার্থনা।’

জ্যেষ্ঠ অভিনেত্রী নতুন সবার কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় শিল্পী, আমার আপন মানুষ। কুমার বিশ্বজিৎ (বিশ্বজিৎ) নামেই ডাকি তাকে আমি। বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় গুরুতর আহত। ভালোবাসা দিবসের পরের দিন এমন হৃদয়বিদারক সংবাদ শুনতে হবে তা আমি ভাবিনি। আমাদের যাদের ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে তাদের সবারই মনে সব সময় একটা অস্থিরতা থাকে। আল্লাহ সব মা-বাবার সন্তানদের হেফাজত করুন।’

উল্লেখ্য, কানাডার অন্টারিও প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটোবিককের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। চিকিৎসাধীন শিক্ষার্থী হলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা যায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢালে থাকা কংক্রিটের দেয়ালের ওপর দিয়ে খাদে পড়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান এবং চারজনকে উদ্ধার করেন। গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার।

সূত্র: দৈনিক বাংলা

 

 



সংবাদটি শেয়ার করুন