কানাডার সংবাদ ফিচার্ড

মন্ট্রিয়লে কাল থেকে ফ্রাঙ্কো ফেস্টিভ্যাল শুরু

ফ্রাঙ্কো-ফেস্টিভ্যাল

মন্ট্রিয়লে কাল থেকে ফ্রাঙ্কো ফেস্টিভ্যাল শুরু

প্রচন্ড তুষারপাত শৈত্য প্রবাহের তান্ডবে বছরের অধিকাংশ সময় কাঁপলেও সামারের কিছুটা সময় রকমারী উৎসবে বাজনার তালে তালে এবং হাজার হাজার পর্যটকের সমাগমে দুলে উঠে মন্ট্রিয়ল।  ব্যবসা-বানিজ্যেও গতি ফিরে আসে। মালিকদের মুখের হাসি দেখলেই বুঝতে অসুবিধে হয়না ব্যবসার প্রসার ঘটেছে। মন্ট্রিয়লে ডাউনটাউনের প্লেস দ্যা আটসের বিশাল এলাকা জুড়ে চলছে সাঁজ সাঁজ ভাব। বেশ ক’দিন ধরে শত শত শ্রমিকের বিরতীহীনভাবে কাজ করে প্রস্তুতি চলছে, উৎসবের জন্য বিশাল বিশাল মঞ্চসহ বিভিন্ন ধরনের গেইট বানানো হচ্ছে।

বিগত তিন বছর বৈশ্বিক মহামারি কোভিডের কারনে মন্ট্রিয়লে কোনও অনুষ্ঠান হয়নি। সামারে মন্ট্রিয়লে উৎসববিহীন তা ভাবা কল্পনার বাহিরে থাকলেও বিগত তিনটি বছর বাস্তবে তা দেখতে হলো মন্ট্রিয়লবাসিকে। কোভিডের পর এই প্রথম ফেস্টিভ্যাল ঘিরে মন্ট্রিয়লে সাজ সাজ রব। মন্ট্রিয়লের ওয়েদার বলছে আজকের মতো আগামীকালও সারাদিন ব্যাপী বৃষ্টি হবার সম্ভাবনা ফলে ফ্রাঙ্কো ফেস্টিভ্যালের শুরুতেই বৈরী আবহাওয়ার কারনে কিছুটা ছন্দপতন ঘটে গেলো।

আগামীকাল ১০ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে ফ্রাঙ্কো ফেস্টিভ্যাল, চলবে ১৮ জুন শনিবার পর্যন্ত। নয় দিন ব্যাপী এই উৎসবে বিভিন্ন দেশের নামি-দামি শিল্পীরা অংশগ্রহণ করবেন। বহুমুখি সংস্কৃতির দেশ কানাডায় বহু ভাষা-বহু জাতির বসবাস হলে মূলত ফ্রাঙ্কো ফ্রেঞ্চভাষীদের প্রিয় উৎসব। ১৯৮৯ সাল থেকে ফ্রাঙ্কোফলি ফেষ্টিভ্যালটি শুরু হয়েছে। ৩ বছর বিরতির পর এবারের ৩৩তম অধিবেশনের ফ্রাঙ্কো উৎসবটির লগো করা হয়েছে ফুলের কলি দিয়ে। কোভিডের ভয়াবহতা এবং তান্ডব পেরিয়ে নতুন করে এগিয়ে যাবার স্বপ্নকে ধারণ করে এগিয়ে যাবার অঙ্গীকারকে সামনে রেখে। প্রতি বছরের মতো এবারও ফ্রাঙ্কো দ্যু মরিয়াল’ এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেল কানাডা এবং লটো ক্যুইবেক। ফরাসী ভাষার সঙ্গীত হলে সুরের মূর্চনায় সব দেশের মানুষই অংশগ্রহণ করে। প্রবাসের কষ্টকঠিন সময়ের মাঝে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন উৎসবটিতে। ভালো লাগবে। এ বছর সঙ্গীত পিপাষুদেরকে আরো বেশী করে মনোরঞ্জন করার জন্য আয়োজন করা হয়েছে রকমারী অনুষ্ঠানের। বিগত ক’বছরের মতো এবছরও সিবিএনএ  পাঠকদের জন্য নিউজ কাভারেজ করবেন সদেরা সুজন।

 

 


 

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন