কানাডার সংবাদ ফিচার্ড

মন্ট্রিয়লে সিবিবিপিএ’র ডিনার গালা নাইট

মন্ট্রিয়লে সিবিবিপিএ’র ডিনার গালা নাইট

বহুজাতিক সংষ্কৃতির নানা রকম পরিবেশনার মধ্য দিয়ে গত শনিবার ৩ ডিসেম্বর কানাডিয়ান-বাংলাদেশি বিজনেস এন্ডপ্রফেশনাল এসোসিয়েশন ( সিবিবিপিএ )’র ডিনার গালা নাইট ২০২২ উদযাপিত হয়েছে। মন্ট্রিয়লের সেন্ট লরাঁয় ম্যারিয়েট হোটেলের সুরম্য পার্টি হলে এটি অনুষ্ঠিত হয়।
খাবার দাবার, নাচগান, অতিথিদের নিয়ে ফান-গেম সবই উপভোগ করেছেন সবাই। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, কানাডা একটি বহুজাতিক সংষ্কৃতির দেশ। ইতোমধ্যেই এখানের লোকজনের মাঝে শুরু হয়েছে ক্রিসমাস আর ইংরেজি নববর্ষের হলিডে আমেজে।আর সেসব বিবেচনা করেই সিবিবিপিএ গালা নাইটের পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল পাটোয়ারী।
‘গ্র্যান্ড হলি ডে পার্টি’র আদলে অনু্ষ্ঠানে ছিল বিভিন্ন দেশের সংষ্কৃতির নানা পরিবেশনা।
পুরো অনুষ্ঠান এক/দুজন উপস্থাপক দিয়ে পরিচালনা করার গতানুগতিকতা ছিল না। উপস্থাপনায় ছিলেন বহুজন।একেক সময় একেকজন মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থাপনার দায়িত্বটি পালন করেন। উপস্থিত অতিথিদের নিয়ে অনুষ্ঠিত ফান-গেম পরিচালনা করেন অনুপ চৌধুরী মিঠু ও শাফিনা করিম।
সিবিবিপিএ’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামীমুল হাসানের ধন্যবাদসূচক সংক্ষিপ্ত বক্তব্য ছাড়া অনুষ্ঠানে বক্তৃতার কোনো বাগাড়ম্বরতা ছিল না। তিনি তাঁর বক্তৃতায় বলেন, এখানে বসবাসরত বাংলাদেশি-কানাডিয়ানদের জীবনমান উন্নয়নে সহায়তাএবং মূলধারার সংষ্কৃতির পাশাপাশি নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সংষ্কৃতি সংরক্ষণ ও চর্চায় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সংগঠনটি গঠিত হয়। শামীমুল হাসান জানান, ইতোপূর্বে বাংলা নববর্ষকে কেন্দ্র করে সিবিবিপিএ মন্ট্রিয়লে একটি জমজমাট বাংলামেলার আয়োজন করে।দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের স্বতঃষ্ফুর্ত অংশগ্রহনে সেদিন স্মরণযোগ্য একটি বাংলা মেলা উপহার পেয়েছিল মন্ট্রিয়লবাসী।


তিনি বলেন, কর্মক্লান্ত প্রবাসজীবনের একগুয়েমী কাটিয়ে নিজেদের মধ্যে একটুখানি আনন্দ ভাগ করে নেবার ইচ্ছায় এবার সিবিবিপিএ’র আয়োজনে প্রথম বারের মতো ডিনার গালা নাইট উদযাপন করা হচ্ছে। শামীমুল হাসান সবাই মিলে সমৃদ্ধ আগামির জন্যে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, দমকা বাতাসের সাথে কনকনে ঠান্ডার এক বিরূপ আবহাওয়ার মধ্যেও সিবিবিপিএ’র ডিনার গালা নাইটে মন্ট্রিয়ল প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবি ছাড়াও বিভিন্ন পর্যায়ের লোকজনের হলভর্তি উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। তারা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভোর ছিলেন।
সংবাদটি শেয়ার করুন