কানাডার সংবাদ ফিচার্ড

কাবুল হামলার তীব্র নিন্দা কানাডার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো- ফাইল ছবি

কাবুল হামলার তীব্র নিন্দা কানাডার প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, হায়েনাদের মতো এই হামলায় অনেক নিরপরাধ মানুষের প্রাণহানী হয়েছে। এসব মানুষ দেশ ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন উদ্ধার অভিযান পরিচালনায় সহায়তাকারীরাও। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের সার্ভিস সদস্য ও মেডিকেল স্টাফরা। ট্রুডো বলেন, আফগান জনগণ এবং এই   কান্ডজ্ঞানহীন হামলায় আক্রান্ত সবার প্রতি আমাদের সহানুভূতি। যারা নিহত হয়েছেন, তাদের প্রতি ও তাদের পরিবারের প্রতি আমাদের শোক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

উল্লেখ্য, এরই মধ্যে আফগানিস্তান থেকে উদ্ধার অভিযান সম্পন্ন করেছে কানাডা। তবে এখনও আফগানিস্তানে কি পরিমাণ কানাডিয়ান আছেন, তা নিশ্চিত করে জানা যায়নি। আগামী মাসে কানাডায় নতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রুডো। সেই নির্বাচনকে সামনে রেখে তিনি কানাডায় ২০ হাজার আফগানকে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন