কানাডার সংবাদ

মন্ট্রিয়লে ব্যবসা প্রতিষ্ঠান খোলার তারিখ ফের পিছালো

মন্ট্রিয়লে ব্যবসা প্রতিষ্ঠান খোলার তারিখ ফের পিছালো

 

মন্ট্রিয়লে ব্যবসা প্রতিষ্ঠান খোলার তারিখ ফের পিছালো।  কানাডার মন্ট্রিয়লের ডেকেয়ার এলেমেন্টারী স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠান ২৫ মে খুলবে। কানাডার শহর গুলোর মধ্যে মন্ট্রিয়লের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সরকারের সকল অনুমান মিথ্যা প্রমান করে দিনের পর দিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে।
প্রভিন্সিয়াল সরকার তাই বাধ্য হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান খোলার ব্যাপারে পিছিয়ে এসে ২৫মে নির্ধারণ করেছে। গত ১দিনে মন্ট্রিয়লে মারা গেছেন ১০৪জন। মন্ট্রিয়লে মৃতের সংখ্যা এখন ১৬শত ৬৬জন। একদিনে ৪৭৬জন আক্রান্ত বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭হাজার ৯শত ১৮জনে।

এদিকে মন্ট্রিয়লের হাসপাতাল গুলোর শয্যা সংকট দেখা দেয়ায় সিনিয়র সিটিজেনদের অনেককেই লংটার্ম কেয়ার হোমসে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্ট্রিয়লের জেলখানায় করোনা আক্রমন ঠেকাতে আচরণ ও সময় বিবেচনা করে বেশ কিছু সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্ত করে দিচ্ছে সরকার।

মন্ট্রিয়লের বাইরে পুরো কুইবেক জুড়ে গত ৪মে ব্যাবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে এবং ১১ মে থেকে ডে কেয়ার এলেমেন্টারী স্কুল খোলার তারিখ নির্ধারিত রয়েছে।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন