কানাডার সংবাদ

হিন্দু মন্দির, মন্ট্রিয়লে শ্রীশ্রী  শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে

শ্যামা পূজা অনুষ্ঠিত
ছবিঃ সংগৃহীত

হিন্দু মন্দির, মন্ট্রিয়লে শ্রীশ্রী  শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে

প্রতিবছরের মত এবারও বাংলাদেশ হিন্দু মন্দির, ৩০৪২ এলার্ড স্ট্রীট, মন্ট্রিয়লে কোভিড মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার কারনে সীমিত পরিসরে অত্যন্ত ভক্তিমিশ্রিত   আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আলোকজ্জ্বল শুভ দীপাবলি সম্বলিত শ্রীশ্রী  শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে ১৪ নভেম্বর, শনিবার সন্ধ্যার পর। শুভ দীপাবলির   পবিত্র ও অনিন্দসুন্দর আলোকজ্জ্বল সন্ধ্যায় হিন্দু মন্দিরে, মাবোনেরা অর্থাৎ মাতৃমন্ডলী ও পুরুষেরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সত্য, সুন্দর, আলোকিত ধরণী ও আলোকিত ভবিষ্যৎ কামনা ও প্রার্থনা করে যে শান্তির প্রদীপ সমূহ প্রজ্বলন করেন ।

পূজার ক্রিয়াদির মধ্যে ছিল- পূজা-অর্চনা, ভোগ, হোম, পূষ্পাঞ্জলী, আরতি ও প্রদীপ সমূহ প্রজ্বলন ।পূজা পরিচালনা করেন পুরোহিত অলোক ভট্টাচার্য্য ও অজয় চক্রবর্তী।  বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই শুভ দীপাবলি সম্বলিত শ্রীশ্রী  শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে  । স্বাস্থ্যবিধি মেনেই  কয়েকবারই প্রনাম ও পূষ্পাঞ্জলীর জন্য মন্দিরের পুরোহিত ও কর্মীসহ উপস্থিত ছিল ২৫ জন । শ্রীশ্রী  শ্যামা পূজায় মন্দিরের যে সকল নিবেদিতপ্রাণ  ব্যক্তিবর্গ কঠোর শ্রম দিয়ে শ্রীশ্রী  শ্যামা পূজার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন – তাঁরা হলেন স্বপন পাল, কৃপেশ পাল, কল্লোল সোম পান্না, তাপস ধর, অজয় পাল, আকাশ কাপালী, অশোক দাস তরুণ, নিমাই দেবনাথ, রতন ধর, বাবুল বর্ধণ, দেবাশীষ ধর, পুলক তরফদার, স্বপন দাস ও সাধন রায়। পূজার কাজে যে সকল মা/বোনেরা সার্বিকভাবে সহযোগিতা করেছেন শিল্পী নাগ, ঝুমা দেবনাথ, লিপি তরফদার, পূর্ণিমা দাস ও মল্লিকা পাল । আগত ভক্তমন্ডলীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ।

-মন্দিরের সৌজন্যে লিখেছেন বিদ্যুৎ ভৌমিক

 

 

এসএস/সিএ



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন